পঞ্চগড়ের ছেপড়াঝার মসজিদ নিয়ে প্রচলিত আছে নানা কথা। ঠিক কবে, কারা এই মসজিদ নির্মাণ করেছিলেন, তার সঠিক ইতিহাস স্থানীয়রা বলতে পারেননি। তবে মসজিদটি মোগল আমলে নির্মাণ করা হয়েছে বলে ভাষ্য গবেষকদের।

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা ছেপড়াঝার-পাহারভাঙ্গা গ্রামে মসজিদটির অবস্থান। উপজেলা শহর থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে অবস্থিত মসজিদটি যুগ যুগ ধরে নজর কেড়েছে পর্যটকদের। একই উপজেলার ঐতিহ্যবাহী মির্জাপুর শাহি মসজিদের স্থাপত্যরীতির সঙ্গে মিল রয়েছে তিন গম্বুজবিশিষ্ট এই মসজিদের।  

তবে সময়ের বিবর্তনে মুসল্লিদের চাহিদা আর ধারণক্ষমতা বিবেচনায় কিছু সংস্কার ও সম্প্রসারণ করায় ঢেকে গেছে স্থাপত্যগত ঐতিহ্য। মসজিদটি এক যুগ আগে যাঁরা দেখেছেন, তাঁদের কাছে বর্তমান অবস্থা দেখলে অন্য রকম মনে হবে।

ছেপড়াঝার এলাকার প্রবীণ বাসিন্দাদের সঙ্গে কথা বলে আর বিভিন্ন ইতিহাস ঘেঁটে জানা যায়, নকশা ও গঠন সাদৃশ্যের কারণে ধারণা করা হয় যে ছাপড়াঝার মসজিদ এবং মির্জাপুর শাহি মসজিদ দুটি মোগল আমলে একই সময়কালে নির্মিত। প্রশস্ত ইট ও চুন-সুরকি দিয়ে নির্মিত এই মসজিদের একসময় অনেক উচ্চতা ছিল। ভূমিকম্পে মসজিদের ক্ষয়ক্ষতি হয়েছে। ধীরে ধীরে কিছু অংশ দেবে যাওয়ায় মূল দরজাগুলো স্বাভাবিকের তুলনায় কিছুটা নিচে নেমে গেছে।

এই মসজিদের মূল কাঠামোর মেরামত করা না হলেও ২০১২ সালে মসজিদের বাইরের অংশ সম্প্রসারণ ও পুনর্নির্মাণ করা হয়েছে, এতে ঐতিহাসিক স্থাপনাটির ঐতিহ্যগত সৌন্দর্যহানি হয়েছে।

ছেপড়াঝার মসজিদ সংস্কারের পরের চিত্র.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: মসজ দ র

এছাড়াও পড়ুন:

কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ

তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?

সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’

এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’

আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ