Prothomalo:
2025-08-01@09:09:52 GMT

কীভাবে কাটাবেন কদরের রাত

Published: 19th, March 2025 GMT

কদর রাতের ইবাদতের ক্ষেত্রে নারী-পুরুষে কোনও তারতম্য নেই। রাসুল (সা.) এ-রাতের ইবাদতে পরিবার-পরিজনকে সঙ্গে রেখেছেন। (বাইহাকি, সুনানে কুবরা, ২/৪৯৪)

আফজা থেকে বর্ণিত, আলী (রা.) সবাইকে রমজানে রাত্রি জাগরণের আদেশ দিতেন। পুরুষ ও নারীদের জন্য তিনি পৃথক-পৃথক ইমাম নির্ধারণ করতেন। তিনি বলেন, আমাকে আদেশ করলে আমি নারীদের নামাজে ইমামতি করলাম। (মুসান্নাফে আব্দির রাজ্জাক, ২৫/৫)

রমজানে রাসুল (সা.

) ও সাহাবিদের জীবন যাপন পদ্ধতি অনুসরণ করলে কদর রাতের ইবাদতের সম্পর্কে যা জানা যায়, তা হলো:

দোয়া করা

কদর রাতে আমাদের কর্তব্য হলো বেশি বেশি দোয়া করা। নবীজির কাছে আয়েশা (রা.) জানতে চান, ‘কদর রাতে আমি কী করতে পারি?’ তিনি বলেন, ‘ক্ষমা প্রার্থনা করবে। বলবে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন।’ (তিরমিজি, হাদিস: ৩৫১৩)

আরও পড়ুনফিতরা কীভাবে হিসাব করব১১ মার্চ ২০২৫

রাতজাগার প্রস্তুতি

 রাত জাগার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা উচিত। এ জন্য দিনের বেলা বিশ্রাম নেওয়া, অনর্থক ঝামেলা এড়িয়ে নীরবে সময় কাটানোর উদ্যোগ নেওয়া, দ্রুত মসজিদে যাওয়া, অল্প খাওয়া এবং শেষ দশক আসার আগে ঈদের যাবতীয় কেনাকাটা সম্পন্ন করে নেওয়া যায়।

 আত্মিক পরিচ্ছন্নতা অর্জন

 এ-রাত উপলক্ষ করে পাপ থেকে আত্মাকে পরিপূর্ণ পরিচ্ছন্ন হওয়ার সাধনা করা উচিত। এ জন্য যাবতীয় কবিরা গুনাহ বা মহাপাপ থেকে আন্তরিক তাওবা করার বিকল্প নেই।

আরও পড়ুনযেমন ছিল মহানবীর (সা.) ইফতার১০ মার্চ ২০২৫

সাজসজ্জা গ্রহণ

 পূর্বসূরি আলেমগণ গোসল করতেন, পরিপাটি থাকতেন এবং সুগন্ধি ব্যবহার করতেন। ইবনে জাওযি (রাহ.) বলেন, তামিম দারি যে-রাতকে কদর মনে করতেন, সে রাতে এক দামি পোশাক পরিধান করতেন। অন্যান্য মনীষীগণও এ রাতে গোসল করতেন, সুগন্ধি ব্যবহার করতেন ও উত্তম পোশাক পরিধান করতেন বলে বর্ণনা পাওয়া যায়।

সর্বোত্তম আমল নির্বাচন

 নিজের জন্য এ রাতে সর্বোত্তম আমল নির্বাচন করা উচিত, যে আমল বান্দাকে ক্রমান্বয়ে বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে তোলে। যেমন, কোরআন তিলাওয়াত করা যেতে পারে। এ ছাড়া ভীতি, বিনয় বিনম্র আচরণ, আল্লাহর জন্য নিজেকে বিলীনরূপে হাজির করা উচিত।

আরও পড়ুন  যেমন ছিল মহানবীর (সা.) সাহরি১১ মার্চ ২০২৫

রাতের ফরজ নামাজে গুরুত্ব দেওয়া

 বিশেষভাবে পালনীয় হলো, মাগরিব ও এশার নামাজ জামাতের সঙ্গে মসজিদে আদায় করা। কারণ, ফরজ আমলের তুলনায় ভিন্ন কোনো ইবাদত মানুষকে আল্লাহর এতটা নিকটবর্তী করতে পারে না। ইমাম জাহ্হাক (রহ.) বলেন, ‘রমজানে যে ব্যক্তি মাগরিব ও ইশার নামাজ নিয়মিত আদায় করে যাবে, সে নিশ্চয় কদর রাতের সওয়াবের অংশীদার হবে। (মাওয়াজি, কিয়ামে রমাদান, ৯২)

আরও পড়ুনকিশোরদের আজান শেখালেন তিনি০৯ মার্চ ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কদর র ত র জন য আল ল হ করত ন

এছাড়াও পড়ুন:

৮% জনগোষ্ঠীকে বাদ দিয়ে কীভাবে ঐক্য হয়, প্রশ্ন সংখ্যালঘু অধিকার আন্দোলনের

জাতীয় ঐকমত্য কমিশনসহ কোনো সংস্কার কমিশনে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি দেখা যায়নি বলে মন্তব্য করেছে সংখ্যালঘু অধিকার আন্দোলন। তাদের প্রশ্ন, ঐকমত্য কমিশনে কোনো রাজনৈতিক দলকেও প্রশ্ন করতে দেখা গেল না যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ৮ শতাংশ জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি না থাকলে বা তাদের বাদ দিয়ে কীভাবে ঐক্য গঠন হয়।

‘অভ্যুত্থান পরবর্তী এক বছরে ৮% জনগোষ্ঠীর অবস্থা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন তোলা হয়েছে সংখ্যালঘু অধিকার আন্দোলনের লিখিত বক্তব্যে। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংখ্যালঘু অধিকার আন্দোলনের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) তরুণ রায়। লিখিত বক্তব্যে বলা হয়, গণ-অভ্যুত্থানের আগে হোক বা পরে, রাজনৈতিক দলগুলোর কাছে এখনো ৮ শতাংশ শুধু রাজনৈতিকভাবে ব্যবহার করার জায়গা। তাদের অধিকার নিয়ে সচেষ্ট হতে দেখা যাচ্ছে না কোনো রাজনৈতিক দলকে। সে ক্ষেত্রে এমন অবস্থা চলমান থাকলে ৮ শতাংশ জনগোষ্ঠীকে নিজেদের অস্তিত্বের জানান দিতে ভবিষ্যতে নির্বাচনের সময় ভোটকেন্দ্র বয়কটের সিদ্ধান্তও নিতে হতে পারে।

সংবাদ সম্মেলন থেকে বলা হয়, গণ-অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা আক্রান্ত হতে থাকেন। তাৎক্ষণিকভাবে গত বছরের ৯ আগস্ট থেকে সংখ্যালঘুরা জোরালো আন্দোলন গড়ে তোলেন। সেই আন্দোলন থেকে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনসহ ৮ দফা দাবি তোলা হয়। সেসব দাবি বাস্তবায়নে তখন অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিও দিয়েছিল। কিন্তু গত ১ বছরে ৮ দফা দাবি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের আশানুরূপ কোনো দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত হয়নি।

সংখ্যালঘু অধিকার আন্দোলন লিখিত বক্তব্যে আরও উল্লেখ করেছে, বিগত ৫৩ বছরে কোনো সরকারই সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। আগামী দিনের নিরাপত্তা ও অধিকার রক্ষায় ৮ দফার বাস্তবায়ন করতে হবে। ৮ দফা যে দেশের ৮ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের প্রত্যেকের মনের কথা জানান দিতে ২২ আগস্ট ‘জাতীয় সংখ্যালঘু সম্মেলন-২০২৫’ আয়োজন করা হবে।

এক প্রশ্নের জবাবে সংখ্যালঘু অধিকার আন্দোলনের আহ্বায়ক সুস্মিতা কর বলেন, সরকারের ঐকমত্য কমিশনে সংখ্যালঘু প্রতিনিধি নেই। দেশের একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে নিয়ে তো ঐকমত্য গঠন হতে পারে না। গত বছরের ৯ আগস্ট থেকে দেশের সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের অধিকার নিয়ে সচেষ্ট আছে। সংখ্যালঘুদের সব সংগঠন আট দফা দাবিতে একাত্ম। যদি নির্বাচন–পূর্ববর্তী সময়ে সরকার কিংবা রাজনৈতিক দলগুলো থেকে এসব দাবি বাস্তবায়নে কোনো উদ্যোগ গ্রহণ করতে না দেখা যায়, তাহলে হয়তো সংখ্যালঘুরা ভোট বয়কট লড়তে পারে।

এই সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন সংখ্যালঘু অধিকার আন্দোলনের প্রচার সম্পাদক সুব্রত বল্লভ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির আদিবাসী সংগঠক সুমন ত্রিপুরা।

সম্পর্কিত নিবন্ধ