প্রীতির পাঞ্জাব দুমড়েমুচড়ে দিতেও পারে, যেতেও পারে
Published: 20th, March 2025 GMT
আরও একটি আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ, আরও একবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের উন্মাদনায় মাতবে ক্রিকেট-বিশ্ব। ১০ দলের এই আসরে এবার শিরোপা জিতবে কারা? টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোর শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা...
অধিনায়ক: শ্রেয়াস আইয়ার
কোচ: রিকি পন্টিং
শিরোপা: নেই
স্কোয়াড: ২৫ জন
ভারতীয়: ১৭ জন
বিদেশি: ৮ জন
রিটেইনড (ধরে রাখা খেলোয়াড়): শশাঙ্ক সিং, প্রভসিমরান সিং।
নিলামে কেনা: শ্রেয়াস আইয়ার, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, মার্কাস স্টয়নিস, মার্কো ইয়ানসেন, নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, হারনুর সিং, হারপ্রীত ব্রার, প্রিয়ংশ আর্য, জশ ইংলিস, কুলদীপ সেন, আজমতউল্লাহ ওমরজাই, লকি ফার্গুসন, বিজয়কুমার বৈশাক, যশ ঠাকুর, অ্যারন হার্ডি, বিষ্ণু বিনোদ, জেভিয়ার বার্টলেট, সূর্যাংশ শেডজে, পাইলা অবিনাশ, মুশির খান, প্রবীণ দুবে।
শ্রেয়াস আইয়ার পাঞ্জাবের সবচেয়ে বড় শক্তির জায়গা। অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে পাঞ্জাবের গেমচেঞ্জার হতে পারেন তিনি। গত মৌসুমে কলকাতাকে শিরোপাও জিতেয়েছেন। চ্যাম্পিয়নস ট্রফিতেও ছিলেন ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক। আইয়ার আর পন্টিং জুটিতে চোখ রাখতে হবে। ২০২০ সালে এই জুটি দিল্লিকে ফাইনালে তুলেছিল।
পাঞ্জাবের দায়িত্বে রিকি পন্টিং.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা