বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ ও জাতীয় পার্টির আমলে প্রায় ১৬ বছর গারনেট নিজেকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমানের অনুসারী হিসেবে দাবি করে বিভিন্ন অপকর্ম করে বেড়িয়েছে।

তবে গত ৫ আগস্টের পর আওয়ামীলীগ সরকার পতন ঘটলে ক্ষমতা পরিবর্তন করে ঘোষনা দিয়ে যোগদান করেন বিএনপিতে। সকল সুবিধা নিয়ে আঙুল ফুলে কলাগাছ বনে যান। দেশের বর্তমান প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার সাথে সাথে আবারও রাজনৈতিক খোলস পাল্টে হয়ে গেছেন বিএনপি নেতা। বলছি নারায়ণগঞ্জ কলেজ রোডের বাসিন্দা আবুল হোসেনের পুত্র আফজাল হোসেন গারনেটর কথা।

অভিযোগ রয়েছে, গারনেট নিজেই একজন চিহ্নিত সন্ত্রাসী। নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মানুষের সম্পদ নিজের নামে ভাগিয়ে নিয়েছেন। এছাড়া নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে জুট ব্যবসাসহ কয়েকটি রেস্টুরেন্টের মালিক বনে গেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, গত সরকারের আমলে গারনেট নিজেকে আওয়ামী লীগের নেতা পরিচয় তার জমি দখল করে নেন। পরে আওয়ামী লীগের পতন হলে সে ভুক্তভোগী তার জায়গা বুঝে নিতে গেলে গারনেট বর্তমানে বিএনপি নেতা পরিচয় আবারো বাঁধা দেয়।

ছাত্রজনতার গণহত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের পূর্বে পারভীন ওসমানের নাম নাম ভাঙিয়ে লুটপাট, চাঁদাবাজী ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে তালা এবং দখলসহ নানান অপকর্মের অভিযোগ রয়েছে আফজাল হোসেন গারনেটের বিরুদ্ধে।

স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের পর আবারো বিএনপিতে যোগদান করে তার সকল অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ সরক র র র পতন ব এনপ আওয় ম

এছাড়াও পড়ুন:

মতলবের দুই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারির অভিযোগ, দল থেকে বহিষ্কার

চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিএনপির দুই নেতাকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চাঁদাবাজি, দখলদারি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তি ও দলীয় সূত্রে জানা গেছে।

বহিষ্কৃত নেতারা হলেন মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সহসভাপতি আবদুল মান্নান লস্কর ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া। এর মধ্যে মতলব উত্তরের আবদুল মান্নান লস্করকে চাঁদাবাজির মামলায় গত সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এখন কারাগারে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবদুল মান্নান লস্কর ও আনোয়ার হোসেন ভূঁইয়াকে চাঁদাবাজি, দখলদারি ও মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ওই একই অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ইমাম হোসেন গাজীকেও দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।  

এ ব্যাপারে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদের (মানিক) মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, ওই দুই নেতাকে বহিষ্কারের বিষয়টি জেনেছেন। তবে এ ব্যাপারে  চিঠি এখনো পাননি। যেকোনো বিষয়ে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। এটি অন্যান্য নেতার জন্যও একটি বার্তা ও শিক্ষা।

সম্পর্কিত নিবন্ধ

  • মতলবের দুই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারির অভিযোগ, দল থেকে বহিষ্কার