যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য নতুন সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। স্থানীয় সময় বৃহস্পতিবার বলা হয়েছে, ব্রিটিশ পাসপোর্টধারীরা যদি মার্কিন অভিবাসন আইন লঙ্ঘন করেন তবে তাদের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিজ্ঞপ্তি জার্মানির ভ্রমণ পরামর্শ আপডেট করার একদিন পরেই এসেছে, যেখানে তিনজন জার্মান নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টার সময় আটক করা হয়েছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই মাসের শুরুতে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্রে আটক থাকা একজন ব্রিটিশ নাগরিককে সহায়তা দেওয়া হচ্ছে। ওই সময় একজন মহিলাকে সীমান্তে আটক করার খবর ছড়িয়ে পড়েছিল।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মার্কিন কর্তৃপক্ষ প্রবেশের নিয়ম কঠোরভাবে নির্ধারণ ও প্রয়োগ করে। আপনি যদি নিয়ম ভঙ্গ করেন, তাহলে গ্রেপ্তার বা আটক হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন। এতে আরও বলা হয়েছে, যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর নাগরিকদের ‌‘প্রবেশ, ভিসা ও অন্যান্য প্রবেশের শর্তাবলী মেনে চলতে’ বলেছে।

রয়টার্স জানায়, ফেব্রুয়ারির শুরুর দিকে যুক্তরাজ্যের ওয়েবসাইটে থাকা নির্দেশিকায় কেবল উল্লেখ করা হয়েছিল যে, মার্কিন কর্তৃপক্ষ প্রবেশের নিয়ম নির্ধারণ ও প্রয়োগ করে।
এ সপ্তাহে জার্মানি নিশ্চিত করেছে যে, তারা তিনজন জার্মান নাগরিকের ঘটনা তদন্ত করছে, যাদের মার্কিন দক্ষিণ সীমান্ত দিয়ে প্রবেশের সময় আটক করা হয়েছিল এবং প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এরপর জার্মানি তাদের পরামর্শ আপডেট করে জানায় যে, ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন (ইএসটিএ) বা মার্কিন ভিসা থাকা সত্ত্বেও প্রবেশ নিশ্চিত নয় এবং যুক্তরাষ্ট্রের সীমান্ত নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে।

দ্য নিউইয়র্ক টাইমস জানায়, একজন কানাডিয়ান নারীও সম্প্রতি মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ (আইসিই) কর্তৃক আটক হয়েছেন। এই আটকের ঘটনা আন্তর্জাতিকভাবে মিত্র দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। কারণ ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে অভিবাসন কঠোরভাবে নিয়ন্ত্রণ করার প্রতিশ্রুতি দিয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ভ রমণ প রব শ র

এছাড়াও পড়ুন:

গাজীপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, হাতুড়িপেটায় একজন নিহত

প্রতীকী ছবি

সম্পর্কিত নিবন্ধ

  • বড় বন্দরে ভারী কাজ করেও চলে না সংসার 
  • নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের
  • ফরিদপুর জেলা এনসিপি’র কমিটি গঠনের দায়িত্বে মহিলা আ’লীগ সভাপতির মেয়ে
  • ফরিদপুর জেলা এনসিপি’র কমিটি গঠনের দায়িত্বে মহিলা আ’লীগ সভাপতি মেয়ে
  • ৫০ পেরোনো নারীর খাদ্যাভ্যাস যেমন হতে হবে
  • যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ করতে কাজ করছে চীন
  • সেলফি’র ধাক্কায় গণস্বাস্থ্যের কর্মীর মৃত্যু, ৬ বাস আটক
  • পেহেলগামে হামলার পর প্রতিশোধের আশঙ্কায় দিন কাটছে ভারতীয় মুসলিমদের
  • প্রথম আলোর সাংবাদিককে বৈষম্যবিরোধী নেতার হুমকি, থানায় জিডি
  • গাজীপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, হাতুড়িপেটায় একজন নিহত