দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
Published: 23rd, March 2025 GMT
সুনামগঞ্জের ছাতকে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলর ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক জন। রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার গোবিন্দগঞ্জ-বঙ্গবন্ধু সড়কের পাগল হাসান চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের নোয়াব আলীর ছেলে সৌদি প্রবাসী মোহাম্মদ শাহিনুর মিয়া (৩৩) ও একই গ্রামের ফারুক মিয়ার ছেলে হুমায়ুন আহমদ (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে তিন যুবক গোবিন্দগঞ্জ-বঙ্গবন্ধু সড়ক দিয়ে যাচ্ছিলেন। ইফতারের সময় ঘনিয়ে আসায় দ্রুতগতিতে তারা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করেন।
এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘আইনি প্রক্রিয়া শেষে ২ জনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’’
ঢাকা/মনোয়ার/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//