ট্রাম্পের সাবেক পুত্রবধূর সঙ্গে সম্পর্কের কথা জানালেন টাইগার উডস
Published: 25th, March 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ ভেনেসা ট্রাম্পের সঙ্গে প্রেম করার বিষয়টি নিশ্চিত করেছেন গলফার টাইগার উডস। গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ভেনেসার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে উডস প্রেমের এই ঘোষণা দেন। এমন সময় উডস এই ঘোষণা দিলেন, যার কয়েক সপ্তাহ ধরে তাঁর ও ভেনেসার প্রেমের গুঞ্জনের কথা গসিপ ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল।
৪৭ বছর বয়সী ভেনেসা ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে ১৩ বছরের বৈবাহিক জীবন কাটান। ২০১৮ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এই দম্পতির পাঁচ সন্তান রয়েছে। অন্যদিকে টাইগার উডসের বয়স ৪৯ বছর। প্রথম স্ত্রী এলিন নর্ডেগ্রেনের সঙ্গে টাইগারের ছয় বছরের দাম্পত্যজীবনের ইতি ঘটে ২০১০ সালে। এই দম্পতির দুটি সন্তান রয়েছে।
ভেনেসাকে নিয়ে দেওয়া ওই পোস্টে উডস লেখেন, ‘ভালোবাসা বাতাসে ভেসে বেড়ায়। তুমি পাশে থাকলে জীবনটা আরও সুন্দর হয়। আমরা একসঙ্গে আমাদের সামনের যাত্রায় এগিয়ে যাব।’
১৫টি বড় চ্যাম্পিয়নশিপ জয় করা উডসের ২০০০ সালের দিকে বৈবাহিক সম্পর্ক গড়া নিয়ে বিশ্বাসঘাতকতা ও যৌন কেলেঙ্কারির খবর প্রকাশ পেয়েছিল। যার নেতিবাচক প্রভাব তাঁর খেলোয়াড়ি জীবনের ওপরও পড়ে। এর পর থেকে উডস তাঁর ব্যক্তিগত জীবনের গোপনীয়তার ক্ষেত্রে বেশ সতর্কতা অবলম্বন করে আসছিলেন। তিনি নিজেকে যৌন আসক্তি নিরাময়কেন্দ্রেও ভর্তি করিয়েছিলেন।
এর আগে উডস বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্কি রেসার লিন্ডসে ভন ও তাঁর সাবেক রেস্তোরাঁ ব্যবস্থাপক অ্যারিকা হারম্যানের সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন। এর মধ্যে হারম্যানের সঙ্গে উডসের সম্পর্কের ইতি ঘটে খারাপ ঘটনার মধ্য দিয়ে। হারম্যান ২০২৩ সালে উডস ও তাঁর ট্রাস্টের বিরুদ্ধে মামলা করেছিলেন। যদিও পরে তিনি তা প্রত্যাহার করে নেন।
মার্কিন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, টাইগার উডসের সন্তান ও ভেনেসার সন্তানেরা একই স্কুলে পড়ে।
মজার বিষয় হলো, উডস ও ভেনেসার সন্তানদের মধ্যেও জুনিয়র গলফার রয়েছে। ভেনেসার ১৭ বছর বয়সী মেয়ে কাই ট্রাম্প ২০২৬ সালে মিয়ামি বিশ্ববিদ্যালয়ে কলেজিয়েট গলফ খেলার ঘোষণা দিয়েছে। সে ও উডসের ছেলে চার্লি উডস দুজনেই গত সপ্তাহে দক্ষিণ ক্যারোলাইনায় একটি জুনিয়র টুর্নামেন্টে খেলেছিল।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও একসময়ের শীর্ষ গলফার উডসের রয়েছে দারুণ যোগাযোগ। গত মাসেও বেশ কয়েকবার তিনি ট্রাম্পের সঙ্গে গলফ খেলেছেন। এর আগে গত মাসে তিনি হোয়াইট হাউসে ট্রাম্প ও পেশাদার গলফারস অ্যাসোসিয়েশনের (পিজিএ) প্রধানদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। ২০১৯ সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প উডসকে প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম পরিয়ে দিয়েছিলেন।
এ মাসের শুরুতে উডস তাঁর পায়ের গোড়ালির রগ অ্যাকিলিস টেন্ডনের আঘাতের কথা জানান। ফলে তিনি পেশাদার গলফ প্রতিযোগিতা থেকে দূরে রয়েছেন। কবে আবার মাঠে ফিরবেন, তাঁরও কোনো ঘোষণা দেননি। এ ছাড়া গত মাসে তাঁর মা কুলতিদার মৃত্যু হয়। এ কারণে তিনি চলতি মৌসুমের পিজিএ ট্যুর ইভেন্টেও অংশ নেননি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গলফ র
এছাড়াও পড়ুন:
বেসরকারি ব্যাংকে চাকরি, স্নাতক/স্নাতকোত্তরে আবেদন
বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক এ ব্যাংকটি ‘প্রজেক্ট অ্যাপ্রাইজাল অ্যানালিস্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। গত ৩০ এপ্রিল প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক টেক্সটাইল প্রজেক্টস বিভাগে প্রজেক্ট অ্যাপ্রাইজাল অ্যানালিস্ট পদে কতজনকে নিয়োগ দেবে, তা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর অথবা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং, প্রকল্প মূল্যায়ন অথবা পর্যবেক্ষণ কার্যক্রমে অভিজ্ঞতা থাকা। টেক্সটাইল উৎপাদন, যন্ত্রপাতি, খরচ বিশ্লেষণ এবং উৎপাদন ব্যবস্থা সম্পর্কে ভালো ধারণা।
অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর বয়স: ৩৮ বছরের মধ্যে হতে হবে (১৪ মে ২০২৫ তারিখে)।
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।
আবেদন যেভাবে—
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন৯ ব্যাংকের ৯৭৪ পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ, দেখুন নির্দেশনা৮ ঘণ্টা আগেআরও পড়ুনইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত৩০ এপ্রিল ২০২৫