কুষ্টিয়ায় সড়কে ট্রাকচাপায় মা ও আড়াই বছরের সন্তানের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলের ধাক্কায় সড়কে ছিটকে পড়ার পর ট্রাক চাপায় তাদের মৃত্যু হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের ত্রিমোহনী বাইপাস গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ইতি খাতুন ও তার আড়াই বছরের শিশু সন্তান আহনাফ। এ ঘটনায় ইতি খাতুনের স্বামী আব্দুল কাদের গুরুতর আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান, ‘বগুড়ায় কর্মরত কোয়ালিটি ফিডের কর্মকর্তা আব্দুল কাদের ঈদের ছুটিতে স্ত্রী ও সন্তানকে নিয়ে কুষ্টিয়া শহরের গোসালা রোডের বাড়িতে ফিরছিলেন। ভোরে সেহরী খেয়ে রওনা হন। শহরের ত্রিমোহনী বাইপাস মোড়ের গোল চত্বরের রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগ সড়কে ছিটকে পড়েন ইতি ও আহনাফ। এ সময় বালুবোঝাই একটি ট্রাক তাদের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান মা ও ছেলে। এ ঘটনায় আহত হন আব্দুল কাদের। নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন সড়ক ম ত য

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ