বন্দরনগরী চট্টগ্রামে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নগরীর ৪১টি ওয়ার্ডে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
নগরীতে ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে। চট্টগ্রাম সিটি করপোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় এই ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশন রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইতোমধ্যে নগরীতে ঈদ জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব-৭ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা ঈদ জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে।
জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে ঈদের দিন প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। একই মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। এ ছাড়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নগরীর জিমনেশিয়াম মাঠ, নগর পুলিশের ব্যবস্থাপনায় দামপাড়া পুলিশ লাইন মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরের আরও আটটি মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
এগুলো হচ্ছে নগরের ২ নম্বর গেট এলাকার হজরত শেখ ফরিদ (র.
এ ছাড়া সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ৪১টি ওয়ার্ডে একটি করে ঈদের জামাত মসজিদ ও ঈদগাহে অনুষ্ঠিত হবে।
রেজাউল//
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ঈদ জ ম ত ব যবস থ নগর র মসজ দ
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//