গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এতে ঈমামতি করবেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান।

তবে, আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প হিসেবে কেন্দ্রীয় কোর্ট মসজিদ ও মডেল মসজিদ প্রাঙ্গণ প্রস্তুত রাখা হয়েছে। সেখানে হবে ঈদের প্রধান জামাত।

ঈদের প্রধান জামাতে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিরা অংশ নিবেন।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান আলম বলেন, ‘‘গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এখান নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। ইতিমধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে।’’

ঢাকা/বাদল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ