চুয়াডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার
Published: 30th, March 2025 GMT
চুয়াডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় পাঁচ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর পৌর এলাকার নারায়ণপুর মোড়ের মডেল মসজিদের পেছন থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মডেল মসজিদের পেছন থেকে নীল রঙের একটি প্লাস্টিকের পলিথিনে মোড়ানো পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।’’
এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।
ঢাকা/মামুন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা