রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায়
Published: 31st, March 2025 GMT
রাজশাহীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। তবে, যদি আবহাওয়া অনুকূল না থাকে, তাহলে জামাতটি হবে হযরত শাহ মখদুম (রহ.) দরগা কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে মুসল্লিদের সংখ্যা বাড়তে পারে, তাই সেখানে ঈদের দুটি অতিরিক্ত জামাত অনুষ্ঠিত হতে পারে, প্রথমটি ৮টা এবং দ্বিতীয়টি সাড়ে ৮টায়।
প্রধান জামাতে ইমামতি করবেন রাজারহাতা জামে মসজিদের খতিব মাওলানা মো.
রাজশাহীতে দ্বিতীয় প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে টিকাপাড়া মহানগর ঈদগাহে মাঠে।
সকাল সোয়া ৮টায় নগরীর সাহেববাজার বড় মসজিদে জিরোপয়েন্টে তৃতীয় বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮টায়। প্রথমবারের মতো এখানে নারীদের জন্য পৃথক প্রবেশপথ ও প্যান্ডেল নির্ধারণ করা হয়েছে।
এদিকে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে র্যাব-৫ এর পক্ষ থেকে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে র্যাবের ডগ স্কোয়াড ও মাইন সুইপিং টিমের পক্ষ থেকে এ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।
তল্লাশি কার্যক্রম পরিচালনা শেষে র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল- রাজেক জানান, রাজশাহী অঞ্চলের মানুষ যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে এজন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে র্যাবও সোচ্চার রয়েছে। এজন্য নিয়মিত টহল কার্যক্রম ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। ঈদ উপলক্ষে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় র্যাব সোচ্চার রয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: অন ষ ঠ ত মসজ দ ঈদগ হ
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//