আইপিএলের জন্য ধোনির থাকা আবশ্যক: ক্রিস গেইল
Published: 2nd, April 2025 GMT
মহেন্দ্র সিং ধোনি—যিনি ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ৪৩ বছর বয়সেও আইপিএল খেলছেন এই কিংবদন্তি। তবে তার ব্যাটিং পজিশন ও পারফরম্যান্স নিয়ে নানা আলোচনা চলছে।
চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংস এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে। তিন ম্যাচেই ধোনি ব্যাট হাতে এসেছেন লোয়ার অর্ডারে। প্রথম ম্যাচে ৮ নম্বরে নামলেও, ব্যাট করবার আগেই দল জয় পেয়ে যায়। দ্বিতীয় ম্যাচে ৯ নম্বরে নেমে ১৬ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেললেও দল হেরে যায়। তৃতীয় ম্যাচে ৭ নম্বরে নেমে ১১ বলে ১৬ রান করেন, তবে দলকে জেতাতে পারেননি।
ধোনির এই নিচের দিকে ব্যাটিং করার পেছনে কারণ ব্যাখ্যা করেছেন চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। তার মতে, ফিটনেস সমস্যাই এর প্রধান কারণ। ফ্লেমিং বলেন, ‘‘ধোনি তার শরীর সম্পর্কে সচেতন। তার হাঁটু আগের মতো নেই, যদিও বাইরে থেকে দেখে বোঝা যায় না। দীর্ঘক্ষণ ব্যাটিং এবং উইকেটকিপিং করা তার জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।’’
আরো পড়ুন:
প্রায় ১৮ বছর পর ঘরের মাঠে চেন্নাইয়ের ‘অন্যরকম’ হার
আইপিএলে নতুন দায়িত্ব নিয়ে আসছেন ধোনি
এই প্রসঙ্গে অনেকেই প্রশ্ন তুলছেন, অন্য কোনো ক্রিকেটার হলে কি এতটা সুযোগ পেতেন? তবে কিংবদন্তি ক্যারিবীয় ব্যাটার ক্রিস গেইল সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেন। গেইলের মতে, ধোনি শুধুমাত্র একজন ক্রিকেটার নন, তিনি আইপিএলের জন্য অপরিহার্য।
এক সাক্ষাৎকারে গেইল বলেন, ‘‘ধোনির অবদান তুলনাহীন। তার উপস্থিতিই আইপিএলকে নতুন মাত্রা দেয়। তাকে নিয়ে অহেতুক চাপ সৃষ্টি করা উচিত নয়। বরং তার মতো কিংবদন্তির প্রতি সম্মান জানানো দরকার। কারণ, তিনি আইপিএলকে অনেক কিছু দিয়েছেন।’’
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বার্সার বিপক্ষে দ্বিতীয় লেগে খেলা হবে না মার্টিনেজের
বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ৩-৩ গোলের সমতা করেছে ইন্টার মিলান। বার্সার মাঠ থেকে সমতা করে যাওয়ায় কিছুটা হলেও এগিয়ে আছে ইতালির জায়ান্টরা। তবে অলিখিত ওই ফাইনালে আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্টিনেজকে না পাওয়ার শঙ্কায় আছে দ্য হিরোনসরা।
বার্সার বিপক্ষে প্রথম লেগের ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয় লাওতারো মার্টিনেজের। প্রথমার্ধ চলাকালে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। দ্বিতীয়ার্ধে তাকে বদলি করে মেহদি তারিমিকে মাঠে নামান ইন্টার মিলান কোচ সিমোন ইনজাঘি।
আগামী ৬ মে রাতে দ্বিতীয়ার্ধের ম্যাচ খেলতে নামবে ইন্টার ও বার্সা। ওই ম্যাচে মার্টিনেজের খেলা হবে না। বিষয়টি পুরোপুরি নিশ্চিত না করলেও এক প্রকার জানিয়ে দিয়েছেন ইন্টার কোচ, ‘লাওতারো পায়ে অস্বস্তি বোধ করছিল। আমরা কাল তার আরও কিছু পরীক্ষা করানোর পর পরিস্থিতি বুঝতে পারবো। তবে দ্বিতীয় লেগে আমাদের জন্য অলিখিত ফাইনালে সে খুবই অনিশ্চিত।’
সাবেক ইতালি স্ট্রাইকার ইনজাঘি দ্বিতীয় লেগে বার্সার বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী। সান সিরোর ৭৫ হাজার দর্শকের সমর্থন বড় পার্থক্য গড়ে দেবে বলে মনে করেন তিনি, ‘আশা করছি, আমরা দ্বিতীয় লেগে বেঞ্জামিন পাভার্ডকে (রাইট ব্যাক) পাবো। কিন্তু দূর্ভাগ্যবশত লাওতারোর ক্ষেত্রে একই আশা করছি পারছি না। দ্বিতীয় লেগ আমাদের জন্য ফাইনালের সমান এবং আমি ঘরের মাঠের ৭৫ হাজার দর্শককে গোনায় ধরছি। আমাদের ভক্তরা এই অর্জনে আমাদের সাহায্য করবে।’
চলতি মৌসুমে ইন্টার মিলানের সামনে ট্রেবল জয়ের সুযোগ ছিল। তবে কোপা ইতালিয়ায় এসি মিলানের বিপক্ষে হেরে ট্রেবলের সুযোগ শেষ হয়েছে তাদের। টিকে আছে ডাবল জয়ের সুযোগ। তবে পথে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। বার্সার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে জিততে হবে। ওদিকে ইতালির সিরি আ’তে সমান ম্যাচে ৩ পয়েন্টে এগিয়ে ইন্টারের শীর্ষস্থান কেড়ে নিয়েছে নাপোলি।