বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী (৭৬) ইন্তেকাল করেছেন‌ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার বেলা ১১টার পর রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন প্রথম আলোকে জানান, আজ রাত ১০টায় জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মাদ্রাসা প্রাঙ্গণে বাবার কবরের পাশে তাঁর মরদেহ দাফন করা হবে।

মাওলানা আতাউল্লাহ প্রখ্যাত আলেম মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুরের ছোট ছেলে। তাঁরা চার ভাই ছিলেন। এর মধ্যে বড় ভাই আহমদুল্লাহ আশরাফ, মেজ ভাই ওবায়দুল্লাহ ও সেজ ভাই হামিদউল্লাহ আগেই মারা যান।

পারিবারিক সূত্র জানিয়েছে, মাওলানা আতাউল্লাহ দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। ঈদের আগে হাসপাতাল থেকে তাঁকে কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়া মাদ্রাসায় নেওয়া হয়। বাবার প্রতিষ্ঠিত এ মাদ্রাসার তিনি মহাপরিচালক ছিলেন। সেখানেই তিনি শয্যাশায়ী ছিলেন।

প্রয়াত মাওলানা আতাউল্লাহ ১৯৯৬ সাল থেকে রাজধানীর কারওয়ান বাজারের আম্বর শাহ (রহ.

) শাহি জামে মসজিদের প্রধান খতিব ছিলেন। অসুস্থতার কারণে দীর্ঘদিন থেকে সে দায়িত্ব পালন করতে পারছিলেন না। বাদ জুমা আম্বর শাহ মসজিদে তাঁর মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

মাওলানা আতাউল্লাহ কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের

নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা 

পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/আরিফুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ