চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলায় কৃষিজমিতে ইঁদুর মারার জন্য পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৪ এপ্রিল) মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর গ্রামে মিজানুর রহমান মুন্সির ধানক্ষেতে সেচ পাম্প দিয়ে পানি দিতে যায় একই গ্রামের দরবেশ বাড়ির আলী আর্শাদের ছেলে শরিফ (২৮)। কৃষিজমিতে ইঁদুর মারার জন্য বিদ্যুতের লাইন টেনে ফাঁদ পেতে রাখা হয়েছিল। সেচ পাম্প চালু করতে পানি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন শরিফ। পরে মিজানুর রহমান মুন্সির বাড়ির লোকজন তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত শরিফের দুলাভাই রাকিব বলেছেন, শরিফের মৃত্যুর খবর পেয়ে ছুটে এসেছি। জমির মালিক মিজান মুন্সি যদি ইঁদুর মারতে বিদ্যুতের ফাঁদ পেতে থাকেন, তাহলে ভোরবেলা খুলে ফেলতে হতো। কিন্তু, তিনি তা করেননি। এভাবে বিদ্যুতের লাইন টানা অপরাধ। মিজান মুন্সির এই ভুলের কারণেই শরিফের মৃত্যু হয়েছে।

জমির মালিক মিজানুর রহমান মুন্সির স্ত্রী নয়নমনি বেগম বলেন, শরিফ কীভাবে বিদুৎস্পৃষ্ট হয়েছে, তা আমরা জানি না। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিদুতের তার জব্দ করে থানায় নিয়েছে। 

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহাম্মদ বলেন, শরিফের লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/জয়/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

চাঁদপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুরের মতলবে ১৪৫ পিস ইয়াবাসহ সাদ্দাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) মতলব সরকারি কলেজের গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাদ্দাম চাঁদপুর সদরের বিষ্ণুপুর গ্রামের সিরাজুল ইসলাম প্রধানের ছেলে। মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহামদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুলিশবাহী বাস, আহত ২০

খাগড়াছড়িতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

তিনি বলেন, ‘‘১৪৫ পিস ইয়াবা ও নগদ ৮ হাজার ৮০ টাকাসহ মাদক কারবারি সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।’’

ঢাকা/অমরেশ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • চাঁদপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার