ঈদে সাধারণত নতুন ও বড় বাজেটের সিনেমা মুক্তি পেয়ে থাকে। এরই ধারাবাহিতায় এবার মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। সারাদেশের প্রেক্ষাগৃহে চলছে সিনেমাগুলো। ঈদ উৎসবের ডামাডোলেও খোদ রাজধানীতে চলছে কাটপিস আমলের সিনেমা! কয়েকটি সিনেমা হলে ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

ব্যস্ততম এলাকা ফার্মগেটের আনন্দ সিনেমা হলে চলছে ঈদের আলোচিত সিনেমা ‘বরবাদ’। মেহেদি হাসান হৃদয়ের সিনেমাটি ব্যবসা সফল সিনেমা তালিকায় চলে এসেছে। এর পাশের হল ছন্দতে চলছে বাবুল রেজা পরিচালিত সিনেমা ‘ওপেন চ্যালেঞ্জ’। এতে অভিনয় করেছেন আমিন খান, একা ও আলেকজান্ডার বো। ঈদ উৎসবেও পুরোনো সিনেমা প্রদর্শনীর বিষয়ে ছন্দ হল ম্যানেজার মো.

মঞ্জু বলেন, ‘পুরোনো সিনেমার আলাদা দর্শক রয়েছে। এ কারণে পুরোনো সিনেমা চালাচ্ছি। তাছাড়া নতুন সিনেমা আনতে গেলে অনেক টাকা প্রয়োজন। হলের অবস্থা খারাপ। টাকা উঠাতে পারব না। বাধ্য হয়েই পুরোনো সিনেমা দর্শকদের দেখাচ্ছি।’

আনন্দ সিনেমা হলে আসন সংখ্যা ১২০০। সেখানের আজ সন্ধ্যা ৬টায় ‘বরবাদ’-এর শোতে দর্শক ছিল প্রায় ২০০। ঈদে মাল্টিপ্লেক্সগুলোতে দর্শক হলেও সিঙ্গল স্ক্রিনে দর্শক পাওয়া যাচ্ছে না। দর্শক না হওয়ার  কারণে হিসেবে হলের দুরবস্থাকেই দায়ী করল আনন্দ হল কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘সিনেমা হলের ১২০০ চেয়ারের মধ্যে অর্ধেকই খারাপ। দর্শক কি খারাপ চেয়ারে বসে সিনেমা দেখবেন! পরিবেশও নোংরা। দর্শক তো ভালো পরিবেশে সিনেমা দেখতে চান।  এ কারণে ক্রমেই কমছে দর্শক।’

ছন্দ হলের টিকিট বিক্রেতা কালাম বলেন, ‘দর্শক কমে যাওয়ার কারণে আয় কমে যাচ্ছে। এখন ডিসি ৭০ টাকা ও রিয়েল ৫০ টাকা করে বিক্রি করছি। নিম্ন আয়ের মানুষই পুরোনো সিনেমার দর্শক। দর্শক না হলে অনেক সময় শোই চলছে না। এ কারণে তিন মাস ধরে বিদ্যুৎ বিল দিতে পারছি না। হলের এ রকম খারাপ অবস্থা আগে কখনও দেখিনি।’

ঈদ উপলক্ষে কাঁচপুরের চাঁদমহল সিনেমা হলে চলছে শাকিব খানের সিনেমা ‘বরবাদ’। একই এলাকার লাভলী হলে চলেছে শরীফ উদ্দিন খান দীপু পরিচালিত ‘দুর্ধর্ষ খুনী’। সিনেমাটিতে অভিনয় করেছেন আমিন খান, মুনমুন ও ডিপজল। 

লাভলী হলে ‘দুর্ধর্ষ খুনী’ সিনেমা দেখতে এসেছিলেন শিক্ষার্থী আবুল ফয়েজ। তিনি বলেন, ‘ঈদে নতুন সিনেমা মুক্তি পেলেও পুরোনো সিনেমা দেখতে হয়; এটাই দুর্ভাগ্য। দর্শক সবসময় ভালো সিনেমা দেখতে চান। অশ্লীল যুগের সিনেমা বাধ্য হয়ে দেখছেন দর্শক। জালকুড়ির রাজমহল সিনেমা হলে চলছে আজাদ খান পরিচালিত সিনেমা ‘ক্রসফায়ার’। এতে অভিনয় করেছেন আসিফ খান ও ময়ূরী। 
  
 

উৎস: Samakal

কীওয়ার্ড: স ন ম হল ঈদ ম ক ত

এছাড়াও পড়ুন:

সুইডেনে বন্দুকধারীর হামলায় নিহত ৩

সুইডেনের উপসালা শহরে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছে। স্থানীয় পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শহরের কেন্দ্রস্থলে ভাকসালা স্কোয়ারের কাছে একটি হেয়ার সেলুনে এই ঘটনা ঘটে।

বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারী হামলার পরপরই একটি স্কুটারে করে পালিয়ে যান। হামলাকারীকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ইতোমধ্যে আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হত্যার ঘটনাটির তদন্ত চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা পাঁচটি গুলির শব্দ শুনেছেন এবং ওই এলাকার লোকজনকে দৌড়াতে দেখেন। 

রাজধানী স্টকহোমের উত্তরে অবস্থিত বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের জন্য সুপরিচিত উপসালা শহরে ওয়ালপার্গিস বসন্ত উৎসবের প্রাক্কালে এই ঘটনা ঘটে। এই উৎসবে সাধারণত শহরের রাস্তায় বিপুল সংখ্যক লোকের সমাগম হয়।

পুলিশের মুখপাত্র ম্যাগনাস জ্যানসন ক্লারিন টিভি৪ কে বলেন, বন্দুকধারীকে খুঁজে বের করার জন্য ব্যাপক প্রচেষ্টা চলছে। অনুসন্ধান কাজে পুলিশের একটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • চিনি-লবণের অনুপম পাঠ
  • মে দিবস ২০২৫ : শ্রমিক-মালিক ঐক্যে গড়বে নতুন বাংলাদেশ
  • বিদ্যালয়ের ১৮টি গাছ বিক্রি করলেন প্রধান শিক্ষক 
  • কর্ণাটকে ক্রিকেট খেলার সময় বচসা, যুবককে পিটিয়ে হত্যা
  • জবি ছাত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় আটক তরুণ
  • সুইডেনে বন্দুকধারীর হামলায় নিহত ৩
  • ১২০০ আহতকে সেবা দিলেন বাংলাদেশের চিকিৎসকরা
  • দেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালুর দাবি 
  • রাখাইন রাজ্যে ‘মানবিক করিডোর’ বিষয়ে ব্যাখ্যা দিলেন প্রেস সচিব
  • কানাডায় আবারও লিবারেল পার্টির সরকার গঠনের আভাস