ওয়াকফ বিল নিয়ে কলকাতায় বিক্ষোভ, মোদি-অমিত শাহের কুশপুত্তলিকা দাহ
Published: 11th, April 2025 GMT
ওয়াকফ বিল নিয়ে কলকাতায় অব্যাহত অবরোধ ও বিক্ষোভের মুখে পোড়ানো হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা।
শুক্রবার কলকাতার ধর্মতলার টিপু সুলতান মসজিদ ও জাকারিয়া স্ট্রিটের নাখোদা মসজিদে জুমার নামাজ আদায় করা মুসল্লিরা সড়ক অবরোধ করেন এবং নরেন্দ্র মোদি ও অমিত শাহের কুশপুত্তলিকা পোড়ান।
এসময় বিক্ষোভ সমাবেশ থেকে এ আইনের বিরোধিতা করে মুসলিম নেতারা বলেন, এ আইন আমরা মানি না, এ আইন মুসলিমবিরোধী। এ আইনে আমাদের মসজিদ-কবরস্থান-দরগা নিয়ে নেওয়া হবে।
এরপর ওয়াকফ বিল অবিলম্বে প্রত্যাহারের দাবি নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপাল ড.
তারা আরও বলেন, নরেন্দ্র মোদি যে সরকার চালাচ্ছেন সে সরকার শুধু মুসলমানদের খারাপ চাইছে। সরকার যে ওয়াকফ বিল নিয়ে এসেছে সে বিলের কোনও দরকার ছিল না। স্বাধীনতার আগে থেকেই ভারতে ওয়াকফ বিল ছিল।
বিক্ষোভে আসা এক মুসল্লি বলেন, এই ওয়াকফ সম্পত্তি মুসলমানদের সম্পত্তি ছিল, আছে, আগামী দিনেও থাকবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: এ আইন
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা