ইসরায়েলী নৃশংসতার প্রতিবাদে বন্দরে শাহাজাদা জিলানীর বিক্ষোভ
Published: 11th, April 2025 GMT
গাজা ও রাফায় ইজরায়েলী বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মাহাবুবুল হক নূরে বাংলা হুজুরের শাহাজাদা রাকিব হাসান জিলানী ও জিলানী গ্রুপের কর্ণধার পেয়ার মোঃ রকি এর উদ্যোগে বন্দরে সর্বস্তরের জনগণকে নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুমা স্বল্পের চক বায়তুন নূর জামে মসজিদ থেকে হুজুরের শাহাজাদার ডাকে ২২ ও ২৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন। এসময় ডোনাল্ড ট্রাম্পে ও নেতা নিয়াহুর ছবিতে থুতু ও জুতা নিক্ষেপ করা হয়।
শাহাজাদা রাকিব হাসান জিলানী বলেন, এমন একটা দিন আসবে বিশ্বের মানচিত্রে থেকে ইজরায়েলী নামক কোন দেশ থাকবেনা। বিশ্বের মানচিত্রে একমাত্র ফিলিস্তিনি স্বাধীন দেশ হিসেবে টিকে থাকবে। আমরা ঐ দিনের অপেক্ষায় আছি।
আল্লাহ যে ভাবে হযরত মুসা (আঃ) এর জমানায় ফেরাউনকে পতন ঘটিয়েছে। হযরত নূহ (আঃ) জমানায় যেভাবে নবউতকে পতন ঘটিয়েছে। আমরা অপেক্ষায় আছি ইমাম মাহাদী আসবেন ইহুদীদের পতন ঘটাবেন। আল্লাহ আবাবিল পাখি পাঠাবেন ইহুদের ধ্বংশ করার জন্য। আল্লহ রাব্বুল আল-আমিন জিবরাহিল সহ ফেরেস্তাদের পাঠাবেন ইহুদীদের ধ্বংশ করার জন্য।
তিনি আরোও বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন ইজরায়েলীরা গাজা দখল করবে। এতে কেউ বাধাগ্রস্থ করলে তাদের বিরুদ্ধে কঠর ব্যবস্থা নিবে। এ সমাজ থেকে ড.
দোকানি ভাইয়েরা আপনারা ইজরায়েলী পণ্য ফেলে দেন আল্লাহ আপনাদের সহায়ক হবেন। আজ ফিলিস্তিনিদের পক্ষে যারা যুদ্ধ করছেন তাদের হাতে অস্ত্র নেই। আমাদের স্বাদ আছে সাধ্য নাই তাই পন্য বয়কট করতে হবে। এতেই আমাদের যুদ্ধে অংশগ্রহণ করা হবে।
আমরা তাদের যোগান দিতে চাই মুসলমান ভাইয়েরা একা নন। কিছু না করতে পারলেও নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ আন্দোলন করে ফিলিস্তিনি গাজাবাসীর পাশে থাকব।
হুজুরের শাহাজাদা ও জীলানী গ্রুপের কর্ণধার পেয়ার মোঃ রকির সভাপতিত্বে এসময় সক্ষিপ্ত বক্তব্য রাখেন, প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মাহাবুবুল হক নূরে বাংলা হুজুরের শাহাজাদা রাকিব হাসান জিলানী, বন্দর কেন্দ্রীয় কবরস্থান রোড পঞ্চায়ত কমিটির সভাপতি সোহেল খান বাবু, স্বল্পের চক বায়তুন নূর জামে মসজিদ মোতোয়াল্লী মোঃ কালাম, কোষাধক্ষ মীর মামুন, শরিফ দেওয়ান, মসজিদের মোয়াজ্জিন আব্দুর রহমান, নয়ন বেপারী।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন, মোঃ জিহাদ, তৌছিফ, মোঃ রবিন, পারভেজ, সৌরভ, রুবেল, ওহাব, আকাশ, মনির হোসেন, সাইফুল প্রমুখ।
ফিলিস্তিনি গাজায় শিশু সহ নিহত আহত সকল জনগণের জন্য ও যুদ্ধ বন্ধের আহ্বান করে বিশেষ দোয়া পরিচালনা করেন জামেয়া গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরীয়া মাদ্রাসার প্রিন্সিপাল শাহ্ মোয়াজ্জাম আল আজহারী।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইজর য় ল
এছাড়াও পড়ুন:
মাঠের জবাব মাঠে দেওয়া হবে: সালাহউদ্দিন
জাতীয় নির্বাচনে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির দাবিতে জামায়াতে ইসলামীর আন্দোলন প্রস্তুতির প্রেক্ষাপটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “মাঠের জবাব মাঠে দেওয়া হবে।”
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের নিজ বাসায় সমসাময়িক ইস্যুতে কথা বলার সময় তিনি এই হুঁশিয়ারি দেন।
আরো পড়ুন:
বাগেরহাটে হরতাল প্রত্যাহার, নির্বাচন অফিস ঘেরাওয়ের ঘোষণা
নড়াইলে বিএনপি নেতা বহিষ্কার
সালাহউদ্দিন আহমদ বলেন, “রাজনৈতিক হীন উদ্দেশ্যে বা কিছু আসন বেশি পাওয়ার লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ যদি পিআর চায় সেটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে।”
তিনি আরো বলেন, “উচ্চ-নিম্ন সবক্ষেত্রেই আমরা পিআর পদ্ধতির বিপক্ষে। তারা ইশতেহার নিয়ে জনগণের কাছে যাক, ম্যান্ডেট নিয়ে তারা তাদের ভাবনা বাস্তবায়ন করুক।”
জামায়াতসহ কয়েকটি দলের আন্দোলনের প্রস্তুতি সম্পর্কে বিএনপির এই নেতা বলেন,“যারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে, তাদের দাবি জুলাই সনদ বাস্তবায়ন। বাস্তবায়নের প্রক্রিয়াটি আলোচনাধীন। এমন সময় আন্দোলন করা কতটা উচিত, সেটা জনগণ দেখবে।”
স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “নির্বাহী আদেশে নয়, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক দলের নিষেধাজ্ঞার বিষয়টি সমাধান হোক।”
নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ঙ্কর চর্চায় রূপ নিবে জানিয়ে তিনি বলেন, “নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে গেলে স্বৈরাচারের সঙ্গে যুক্ত ২৮টি দলকে নিষিদ্ধ করতে হবে। নির্বাচন কাদের নিয়ে হবে? এটার উদ্দেশ্য এমন হতে পারে যে, নিজেদের অতিরিক্ত সুবিধা নিতে আন্দোলনকারীরা আরো দলের নিষিদ্ধের দাবি জানাতে পারে। এতে জাতীয় ঐক্য বিনষ্ট হবে। এ সূত্র ধরে পতিত শক্তি সুযোগ নেবে।”
স্থিতিশীল সরকার গঠন করতে না পারলে জাতীয় নিরাপত্তার সঙ্গে আঞ্চলিক নিরাপত্তাও হুমকিতে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ।
ঢাকা/রায়হান/সাইফ