পাগলা মসজিদের দানবাক্সে ভাইয়ের আরোগ্য কামনায় চিঠি
Published: 12th, April 2025 GMT
কিশোরগঞ্জ শহরের আলোচিত পাগলা মসজিদের ১১টি দানবাক্স আজ খোলা হয়েছে। এতে ২৮ বস্তা টাকাসহ ও অন্যান্য দানের সঙ্গে পাওয়া গেছে বেশ কিছু চিঠি।
প্রতিবারই এরকম পাওয়া যায়। চিঠিতে সৃষ্টিকর্তার কাছে বিভিন্ন জনের বিভিন্ন মনোবাঞ্ছার কথা লেখা চিঠি বা চিরকুট পাওয়া যায় প্রতিবারই। কেউ মানুষের কাছে দোয়া চান সেসব চিঠিতে। এবারও একটি চিরকুটে এক ভাই তাঁর ছোট ভাইয়ের সুস্থতার জন্য মানুষের কাছে দোয়া চেয়েছে।
চিঠিতে তিনি তার শিক্ষাগত সামর্থ্য অনুযায়ী যা লেখেন- ‘আসসালামু আলাইকুম, আমার সালাম নিবেন, আমার একটি মাত্র ভাই, বয়স মাত্র ১৪ বছর। সে কানেও শোনে না, কথাও বলতে পারে না, সবই ওপর ওয়ালার ইচ্ছা। খুবই কষ্টের মাঝে আছি। সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন।
চিঠিতে আরও বলা হয়েছে, যদি আপনাদের উসিলায় আমার ভাই ভালো হয়ে যায়, তাহলে আমার ভাইয়ের হাতে নিয়ে একটা খাসি বাবার পাগলা মসজিদে দিয়ে আসবে। তাই সকলের কাছে ভিক্ষা চাচ্ছি, সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন। নাম তার শুভ, বাসা ঈশ্বরগঞ্জ, থানা আঠারোবাড়ি, গ্রাম তেলুয়ারি, জেলা ময়মনসিংহ।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: আম র ভ ই
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা