দেশের সব মসজিদে একই সময় পবিত্র জুমার নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মুসল্লিদের সুবিধার জন্য একই সময় বেলা দেড়টায় (১.৩০টা) জুমার নামাজ আদায় করার জন্য এ আহ্বান জানানো হয়েছে।

আজ রোববার ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সই করা এক চিঠিতে এ কথা বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, পবিত্র জুমার দিন সর্বাপেক্ষা উত্তম ও বরকতময় দিন। সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। মহান আল্লাহ বলেছেন, ‘হে বিশ্বাসীরা! জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। আর বেচাকেনা বর্জন করো। এ-ই তোমাদের জন্য সর্বোত্তম; যদি তোমরা জানতে।’ (সুরা জুমা, আয়াত: ৯) জুমা পারস্পরিক দেখা সাক্ষাৎ ও সাপ্তাহিক ঈদের দিন। এদিনকে বিশেষ মর্যাদা ও তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো এই দিনে বিশেষ সময়ে বরকত ও কল্যাণ রয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের চিঠিতে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে পবিত্র জুমার নামাজ আদায় করতে দেখা যায়। কোনো মসজিদে বেলা একটায়, কোনো মসজিদে দেড়টায়, আবার কোনো মসজিদে ১টা ৫০ মিনিটে পবিত্র জুমার নামাজ শুরু করতে দেখা যায়।

চিঠিতে বলা হয়, সময়ের তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিরা বিশেষ করে পথচারীরা (সফররত মুসল্লি) বিভ্রান্ত ও সমস্যার সম্মুখীন হন। এ সমস্যা দূর করতে সারা দেশে সব মসজিদে মুসল্লিদের সুবিধার জন্য একই সময় বেলা দেড়টায় পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো যাচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: একই সময় র জন য মসজ দ

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ