সামিট কর্পোরেশন লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন ইমতিয়াজ ইবনে সাত্তার (ইমতিয়াজ)।

সামিট কর্পোরেশন লিমিটেড সিঙ্গাপুরে নিবন্ধিত সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের (এসপিআই) শতভাগ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান, যা বাংলাদেশে সর্ববৃহৎ স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান (আইপিপি) এবং অন্যতম প্রধান এলএনজি অবকাঠামো অপারেটর। ইমতিয়াজ ইবনে সাত্তার সামিট কর্পোরেশনের সামষ্টিক অর্থ বিভাগকে নেতৃত্ব দেবেন।

যেখানে তিনি প্রকল্প অর্থায়ন, রিস্ক ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজের পাশাপাশি বিনিয়োগকারী, অর্থদাতা ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। ইমতিয়াজ সামিট কর্পোরেশন লিমিটেডের পরিচালনা পর্ষদ এবং সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের উচ্চতর নেতৃত্বের কাছে রিপোর্ট করবেন।

এর আগে ইমতিয়াজ ইবনে সাত্তার আট বছরেরও বেশি সময় বাংলাদেশের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিএফও হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি ৪ বিলিয়ন মার্কিন ডলারের ব্যালান্স শিট তত্ত্বাবধান করেছেন। একই সময়ে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের শক্তিশালী পুঁজি কাঠামো বজায় রেখে ১৩% কমন ইক্যুইটি টিয়ার ১ (সিইটি ১) রেশিও, ট্রিপল এ ক্রেডিট রেটিং এবং অডিটে সন্তোষজনক ফলাফল অর্জন নিশ্চিত করেন। ২০১৬ সালে, তিনি কানাডা-ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, গোল্ডেন ওক কেয়ারের পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে যোগ দেন। সেখানে তিনি কর্পোরেট কাঠামো গঠন, ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, আর্থিক পরিচালনা মডেল তৈরির পাশাপাশি বিনিয়োগকারী ও ঋণদাতাদের কাছে প্রস্তাব উপস্থাপন করেন। এরপর তিনি কানাডায় স্কশিয়া ব্যাংকে একটি প্রকল্পের অধীনে ২৬০ বিলিয়ন কানাডিয়ান ডলারের বেশি রিটেইল অ্যাসেট পোর্টফোলিওর জন্য নতুন রিস্ক স্কোর মডেল চালু করেন। এই প্রকল্পটির অধীনে স্কশিয়া ব্যাংক ওএসএফআই কর্তৃক নির্ধারিত রেগুলেটরি রিমেডিয়েশন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামিট কর্পোরেশনে যোগদানের আগে তিনি কানাডায় একটি ট্যাক্স পরামর্শক প্রতিষ্ঠানে কনসালট্যান্ট ছিলেন।

ইমতিয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি সিঙ্গাপুরের ইনসিড বিজনেস স্কুল থেকে এক্সিকিউটিভ লিডারশিপ ডেভেলপমেন্ট কোর্স করেন। ব্যক্তিগত সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে, ইমতিয়াজ জাগো ফাউন্ডেশনের স্কুলের সঙ্গে যুক্ত হয়ে ঢাকার বস্তিতে সুবিধাবঞ্চিত তরুণদের আর্থিক স্বাক্ষরতা বিষয়ে শিক্ষা দান করেন। সংবাদ বিজ্ঞপ্তি

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স এফও

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ