আবাহনী-মোহামেডান ম্যাচে আম্পায়ারদের সঙ্গে তর্ক করায় গতকাল এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তাওহিদ হৃদয়। মোহামেডান অধিনায়কের শাস্তি দ্বিগুণ হলো আজ। গতকালের ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে উত্তেজক কথাবার্তা বলার শাস্তি হিসেবে আরও এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে হৃদয়কে। জাতীয় দলের ব্যাটসম্যান বলেছিলেন শাস্তি পেলে ‘মুখ খুলবেন’ তিনি। এই ঘটনায় ৮০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে হৃদয়কে।

কাল আবাহনীর মোহাম্মদ মিঠুনের বিপক্ষে পেসার ইবাদত হোসেনের বলে এলবিডব্লু আউট না দেওয়ায় ক্ষুব্ধ হন মোহামেডানের খেলোয়াড়রা। ঘটনার একপর্যায়ে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের সঙ্গে তর্কে জড়ান হৃদয়, আঙুল উঁচিয়েও তাঁকে কথা বলতেও দেখা যায়।

আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে তর্কে জড়িয়েছিলেন মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪  

বন্দরে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ  বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের  বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)  দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২২ নং ওয়ার্ডের লের্জাস ১নং গল্লী এলাকার মৃত আজিম মিয়ার ছেলে বন্দর থানা ও নারায়ণগঞ্জ সদর থানার একাধিক জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রুবেল (৩৪) একই থানার সোনাকান্দা মসজিদ এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জনি (৩৫)|r

একই থানার রামনগর এলাকার মৃত সিদ্দিক মুন্সী ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত  আব্দুল কুদ্দুস (৫২) ও গকুলদাশেরবাগ এলাকার আনোয়ার মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইব্রাহিম (৩০)। 
 

সম্পর্কিত নিবন্ধ