পঞ্চগড়ে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে গণজমায়েত
Published: 16th, April 2025 GMT
চীনের অর্থায়নে প্রস্তাবিত এক হাজার শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবিতে গণজমায়েত ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
আজ বুধবার বেলা ১১টার পর ‘পঞ্চগড় জেলাবাসী’র ব্যানারে জেলা জজ আদালত চত্বরের সামনে এবং পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের পাশে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ জড়ো হন। পরে একটি মিছিল বের হয়ে শহরের চৌরঙ্গী মোড়ে যায়। সেখানে মহাসড়কে গণজমায়েত ও মানববন্ধন হয়।
ঘণ্টাব্যাপী কর্মসূচির কারণে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে।
সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন, জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হোসাইন, সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম, আইনজীবী মাহমুদ আল মামুন, বাপার আজহারুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, ‘চীনের অর্থায়নে বাংলাদেশে একটি এক হাজার শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। আমরা মনে করি, পঞ্চগড়ই এ হাসপাতাল স্থাপনের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। মেডিকেল কলেজ ও হাসপাতাল পঞ্চগড়ে হলে ভুটান, নেপাল ও চীনের ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করতে আসবেন। চিকিৎসাসেবা নিতে আসবেন। পঞ্চগড়ের মানুষও বিশ্বমানের চিকিৎসাসেবা পাবেন।’
বক্তারা অভিযোগ করেন, পঞ্চগড় এখনো চিকিৎসাসেবার দিক থেকে অবহেলিত। পাশের জেলা নীলফামারী, দিনাজপুর ও রংপুরে মেডিকেল কলেজ ও হাসপাতাল থাকলেও পঞ্চগড়ে নেই। এখানকার হাসপাতালেও পর্যাপ্ত চিকিৎসক ও আধুনিক সুবিধা নেই। রোগীদের রংপুর বা দিনাজপুরে পাঠাতে হয়, অনেক সময় পথেই মারা যান তাঁরা।
বক্তারা বলেন, জমির প্রয়োজন হলে এখনই তাঁরা জমি দিতে প্রস্তুত। তবু পঞ্চগড়ের অবহেলিত মানুষের কথা বিবেচনা করে এই জেলায় হাসপাতালটি করা হোক। পঞ্চগড়ে শুধু ১২ একর জমি নয়, শত শত একর নির্ভেজাল জমি আছে। মেডিকেল কলেজ ও হাসপাতাল করার জন্য সরকার চাইলেই তাঁরা দিতে প্রস্তুত। তাঁরা চান, হাসপাতালটি পঞ্চগড়েই হোক। না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন।
সমাবেশে আগামী শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর একই দাবিতে আবারও গণজমায়েতের ঘোষণা দেওয়া হয়। এর পর থেকে লাগাতার কর্মসূচি চলবে বলেও জানানো হয়। এর আগে গত সোমবার চৌরঙ্গী মোড়ে একই দাবিতে মানববন্ধন করেন জেলার লোকজন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গণজম য় ত
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা নীলফমারী জেলা বিএনপি’র সাবেক সভাপতি, নীলফমারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ এপ্রিল) সাড়ে ৫ টার দিকে আদমজী চাষাড়া সড়কে ইপিজেড এর সামনে নারায়ণগঞ্জে বসবাসরত রংপুর বিভাগীয় বিএনপি সমর্থক গোস্ঠীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, রংপুর বিভাগ তরুণ দলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক এস, এম খোরশেদ আলম, নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী দলের সদস্য সচিব আরিফ মুন্সী, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন ভূঁইয়া, নীলফামারী জেলা তাঁতী দলের সদস্য মোঃ খোকা, লালমনিরহাট জেলা তাঁতি দলের সদস্য আশরাফ আহমেদ খান, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সদস্য নিতাই সরকার ,সঞ্চালনায় জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা জাসাস, ও এলাকাবাসী।
তারা সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী হইতে বিক্ষোভ মিছিল পরিচালনা শুরু করেন এবং আদমজী ইপিজেড এর সামনে অবস্থান করেন।
এসময় মানববন্ধনে নারায়ণগঞ্জে বসবাসরত রংপুর বিভাগীয় বিএনপি সমর্থক গোস্ঠী নেতারা বলেন, এই দায়েরকৃত মিথ্যা মামলার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে।
আমরা অন্তবর্তী সরকারের কাছে এই মামলা সঠিক তদন্তের মাধ্যমে নীলফমারী জেলা বিএনপি’র সাবেক সভাপতি, নীলফমারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর মুক্তির দাবি জানাই।
বক্তারা আরো বলেন, এটি একটি ষড়যন্ত্র মূলক মামলা তাকে মিথ্যা আসামী বানিয়ে মিথ্যা মামলা দেওয়া হয়। আমরা চাই দ্রুত যেন তার মুক্তি দেওয়া হয়।