বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, দুই বাংলাদেশি আটক
Published: 17th, April 2025 GMT
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এই তথ্য নিশ্চিত করে।
এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার সীমান্তবর্তী ১০৮৬/৪-এস পিলারের কাছে মাজারটিলা এলাকা থেকে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীন সাতানীপাড়া বিওপি ক্যাম্পের সদস্যরা তাঁদের আটক করেন। আটক ব্যক্তিরা হলেন ভোলা সদর উপজেলার বেদুরিয়া গ্রামের খোকন গাজী (৩১) ও ময়মনসিংহের ত্রিশাল উপজেলার এলংজানী গ্রামের সোহেল রানা (৩২)।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিজিবির সাতানীপাড়া বিওপির একটি টহল দল সীমান্তবর্তী মাজারটিলা এলাকায় নিয়মিত টহলে যায়। এ সময় তাঁদের দুজনকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক করা হয়। তাঁদের দুজনকে তল্লাশি করে দুটি ভারতীয় আধার কার্ড, তিনটি মুঠোফোন, পাঁচটি সিম কার্ড, দুটি মুঠোফোন চার্জার ও বাংলাদেশি ১৬৪ টাকা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা কাজের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন। তাঁদের দুজনকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ভারতে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপজ ল র
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল