ফরিদপুরে হা-মীম গ্রুপের পক্ষ থেকে সদর উপজেলার বিভিন্ন মসজিদে অনুদান দেওয়া হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৪০টি মসজিদের উন্নয়নে এ অনুদান দেওয়া হয়।

হা-মীম গ্রুপের পক্ষে এ অনুদান দেন হা-মীম গ্রুপ চেয়ারম্যান মোতালেব হোসেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আক্কাস প্রামানিক, রাফিজুল খান, আবুল কালাম ও মো.

রুবেল।

ফরিদপুর পৌরসভা, ঈশান গোপালপুর ইউনিয়ন, অম্বিকাপুর ইউনিয়ন, চর মাধবদিয়া ইউনিয়ন, ডিক্রিরচর ইউনিয়ন ও কৈজুরি ইউনিয়নের প্রায় ৪০টি মসজিদের উন্নয়নে হা-মীম গ্রুপ এ অনুদানের অর্থ দেয়। হা-মীম গ্রুপ অসহায় দুস্থ মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে। সেই সঙ্গে এ অঞ্চলের মানুষের ও সমাজের উন্নয়ন কাজ করে চলছে।

কৈজুরী ইউনিয়নের আকইন ক্লাব বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মজিবর রহমান বলেন, এ মসজিদ একটি নির্মাণাধীন মসজিদ। হা-মীম গ্রুপের পক্ষ থেকে এই অনুদান পেয়ে মসজিদের পরিপূর্ণ কাজের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল। হা-মীম গ্রুপ ফরিদপুরসহ সারা দেশেই মসজিদ-মাদ্রাসার উন্নয়নে অনুদান দিয়ে থাকেন। 

হা-মীম গ্রুপের ফরিদপুর অফিস প্রতিনিধি রাফিজুল খান বলেন, হা-মীম গ্রুপের পক্ষ থেকে ফরিদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়নের প্রায় দুই শতাধিক মসজিদের জন্য অনুদান বরাদ্দ করা হয়েছে। যা পর্যায়ক্রমে দেওয়া হবে। এখন পর্যন্ত সদর উপজেলার ছয়-সাতটি ইউনিয়নের ৪০টি মসজিদে অনুদান দেওয়া হয়েছে। 
 

উৎস: Samakal

কীওয়ার্ড: অন দ ন অন দ ন দ উপজ ল র মসজ দ র

এছাড়াও পড়ুন:

জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেন।

নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকেল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে। 

নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১ থেকে ৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১ থেকে ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীগণ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।

মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ১১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ জুলাই। ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই।

১৯৯২ সালে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাকসু নির্বাচন।

ঢাকা/আহসান/রাজীব

সম্পর্কিত নিবন্ধ