শুল্ক সমস্যা সমাধানে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা
Published: 18th, April 2025 GMT
শুল্ক সমস্যা সমাধানে বাংলাদেশ যেসব পদক্ষেপ নিচ্ছে, তা যুক্তরাষ্ট্র থেকে আসা প্রতিনিধিদের জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক সমস্যার বিষয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। এ সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) ফরেন সার্ভিস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
মো.
পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সঙ্গে কী আলাপ হয়েছে, জানতে চাইলে মো. তৌহিদ হোসেন জানান, এ বিষয়ে কোনো আলাপ তিনি করবেন না। কারণ, এফওসি সম্পর্কে সচিব কথা বলেছেন। তারও অবস্থান একই।
পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে শুধু সৌজন্য সাক্ষাৎ হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।
মো. তৌহিদ হোসেন বলেন, বিদেশে যাওয়া কর্মীদের ৮০ ভাগ সমস্যা ঢাকা থেকে তৈরি। বাকি ২০ ভাগ বিদেশে গিয়ে সৃষ্টি হয়।
ঢাকা/হাসান/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পরর ষ ট র উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা