পাকিস্তানের কাছে হারে ঝুলে গেলো বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য
Published: 19th, April 2025 GMT
তখনো বাকি ১০ ওভারের বেশি। রিতু মণিকে বাউন্ডারির বাইরে পাঠালেন আলিয়া রিয়াজ। ব্যক্তিগত ফিফটির সঙ্গে এলো দলের জয়। তাতে ঝুলে গেলো বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য।
লাহোরে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামে পাকিস্তান-বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৭৯ রানের লক্ষ্য দিতে পারে নিগার সুলতানা জ্যোতির দল। তাড়া করতে নেমে ৬২ বল হাতে রেখে ৭ উইকেটে জয় নিশ্চিত করে পাকিস্তান।
তাতে একমাত্র দল হিসেবে সর্বোচ ১০ পয়েন্ট নিয়ে সবার আগে বিশ্বকাপের টিকিট কাটে স্বাগতিক শিবির। বাংলাদেশের পয়েন্ট দ্বিতীয় সর্বোচ্চ ৬। ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের মধ্যে উইন্ডিজ জিতলে তাদেরও পয়েন্ট হবে ৬। তখন হিসেব হবে রানরেটের। জ্যোতিদের রানরেট ০.
আলিয়া রিয়াজ ৫২ রান ও নাতালিয়া ১৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। সর্বোচ্চ ৬৯ রান করেন মুনিবা আলী। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন মারুফা আক্তার-নাহিদা আক্তার ও রাবেয়া খান।
এর আগে উইকেটের মিছিলে কোনোমতে দেড়শর বেশি রান করে থামে বাংলাদেশ। সর্বোচ্চ ৪৮ রান করেন রিতু মণি। ৪৪ রান করে অপরাজিত ছিলেন ফাহিমা খাতুন। ২৪ রান করেন শারমিন আক্তার। আর কেউ বিশের বেশি রান করতে পারেননি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সাদিয়া ইকবাল।
ঢাকা/রিয়াদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ন কর উইক ট
এছাড়াও পড়ুন:
করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান
বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করিডোর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে।
আজ বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিস্তারিত আসছে...