নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত কিছু দফা অত্যন্ত ভয়াবহ এবং নিঃসন্দেহে কোরআন-সুন্নাহ পরিপন্থি বলে দাবি করে এসব প্রস্তাবনা বাতিলের দাবি জানিয়েছে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা নায়েবে আমির আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী। 

রোববার এক বিবৃতিতে তিনি এই দাবি জানান। 

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘নারী বিষয়ক সংস্কার কমিশনের অধিকাংশ দফাই কোরআন-সুন্নাহর পরিপন্থি এবং ইসলামের সঙ্গে সাংঘর্ষিক তাই অবিলম্বে এসব অন্যায় প্রস্তাব বাতিল করতে হবে। উত্তরাধিকার বিষয়ে ভাই ও বোনকে সমান অধিকার দেওয়ার প্রস্তাব এবং যৌন কর্মীকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিকের মর্যাদা দেওয়ার প্রস্তাবসহ আরও কিছু বিষয় যেগুলো ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সেইসব প্রস্তাব দ্রুত বাতিল করতে হবে, অন্যথায় সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাবে।’

তিনি আরও বলেন, ‘১৯৬২ সালে আইয়ুব খানের কোরআন-সুন্নাহ পরিপন্থি মুসলিম পারিবারিক আইন অর্ডিন্যান্সের কারণে সমগ্র পাকিস্তানের সব ধর্মপ্রাণ ওলামা ও জনসাধারণ ঝাঁপিয়ে পড়ে আইয়ুব খানের পতন ঘটিয়েছিল। পরিণতি হিসেবে পাকিস্তান ধ্বংস হয়েছে। আমার আশঙ্কা হয়, বিভিন্ন সংস্কার কমিশনে ইহুদি, নাসারা, নাস্তিক ও ভারতের ভয়ানক কিছু এজেন্টের অনুপ্রবেশ ঘটেছে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র প রস ত ব ইসল ম

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ