নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত কিছু দফা অত্যন্ত ভয়াবহ এবং নিঃসন্দেহে কোরআন-সুন্নাহ পরিপন্থি বলে দাবি করে এসব প্রস্তাবনা বাতিলের দাবি জানিয়েছে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা নায়েবে আমির আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী। 

রোববার এক বিবৃতিতে তিনি এই দাবি জানান। 

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘নারী বিষয়ক সংস্কার কমিশনের অধিকাংশ দফাই কোরআন-সুন্নাহর পরিপন্থি এবং ইসলামের সঙ্গে সাংঘর্ষিক তাই অবিলম্বে এসব অন্যায় প্রস্তাব বাতিল করতে হবে। উত্তরাধিকার বিষয়ে ভাই ও বোনকে সমান অধিকার দেওয়ার প্রস্তাব এবং যৌন কর্মীকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিকের মর্যাদা দেওয়ার প্রস্তাবসহ আরও কিছু বিষয় যেগুলো ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সেইসব প্রস্তাব দ্রুত বাতিল করতে হবে, অন্যথায় সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাবে।’

তিনি আরও বলেন, ‘১৯৬২ সালে আইয়ুব খানের কোরআন-সুন্নাহ পরিপন্থি মুসলিম পারিবারিক আইন অর্ডিন্যান্সের কারণে সমগ্র পাকিস্তানের সব ধর্মপ্রাণ ওলামা ও জনসাধারণ ঝাঁপিয়ে পড়ে আইয়ুব খানের পতন ঘটিয়েছিল। পরিণতি হিসেবে পাকিস্তান ধ্বংস হয়েছে। আমার আশঙ্কা হয়, বিভিন্ন সংস্কার কমিশনে ইহুদি, নাসারা, নাস্তিক ও ভারতের ভয়ানক কিছু এজেন্টের অনুপ্রবেশ ঘটেছে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র প রস ত ব ইসল ম

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ