‘হ্যাঁ, অ্যাশেজ তো আছেই। কিন্তু আমার মতে, এটা অ্যাশেজের চেয়েও বড়।’
বক্তা ক্রিকেটের ‘প্রফেসর’ রবিচন্দ্রন অশ্বিন। তবে অ্যাশেজের চেয়েও কী বড়, সেই গল্পের ভিতটা বলছেন শোয়েব আখতার, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে ইতিহাস আছে।’
বীরেন্দর শেবাগ বলছেন সাতচল্লিশে সেই ইতিহাসের শুরুটা, ‘ভারত ও পাকিস্তান আলাদা দেশ হওয়ার আগে একটি দেশই ছিল। দুই ভাই আলাদা হয়ে গেল।’
ভাই?
মানচিত্র দেখে কল্পচোখে পাশাপাশি দুই ভাইয়ের বাড়ি মনে হয় বটে, কিন্তু সম্পর্কে যে সাপে-নেউলে তা সবাই জানে। রমিজ রাজার মতে, দুই প্রতিবেশীর পাল্টাপাল্টি এই সম্পর্কের মূল আঁচটা আসে ‘রাজনৈতিক সম্পর্ক’ থেকে। স্রেফ বিনা যুদ্ধে নাহি দেব সূচগ্র্য মেদিনী। সেটা হোক যুদ্ধক্ষেত্রে কিংবা ক্রিকেট মাঠে। পরেরটিতে চাপ আরও বেশি।

আরও পড়ুনগভীর রাতে তিন ঘণ্টার পথ পাড়ি, শুধু এক জোড়া পা দেখার জন্য২০ এপ্রিল ২০২৫

যুদ্ধ কেউ চায় না, কিন্তু ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ চায় গোটা দুনিয়া। এই প্রতিদ্বন্দ্বিতার স্বাদ-গন্ধই আলাদা। সাধারণ এক ক্রিকেট–ভক্ত বলছেন, এই ম্যাচ দেখতে তাঁরা নাকি সাত-আট দিন আগে থেকে প্রস্তুতি নেন। আর শচীন টেন্ডুলকারের জীবনে এমন ১৪-১৫ বার হয়েছে যে ভারত-পাকিস্তান ম্যাচে আগের রাতে…।
তিনটি ডট চিহ্নিত ফাঁকা জায়গাগুলো পূরণে দেখতে পারেন নেটফ্লিক্সের ডকুসিরিজ ‘দ্য গ্রেটেস্ট রাইভালারি: ইন্ডিয়া-পাকিস্তান’।

‘দ্য গ্রেটেস্ট রাইভালারি: ইন্ডিয়া-পাকিস্তান’-এর একটা প্রধান চরিত্র শোয়েব আখতার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ