গত বছরের সেপ্টেম্বরে শেষ হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে দেশটির ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিত শর্মা, বিরাট কোহলিরা ওয়ানডে ফরম্যাট থেকে বিদায় বলবেন কিনা তার ওপর ঝুঁলে ছিল কেন্দ্রীয় চুক্তির সিদ্ধান্ত। তারা অবসরে না যাওয়ায় ক্রিকেটার সাত মাস চুক্তিহীন থাকার পর অবশেষে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করল বিসিসিআই।

নতুন এই চুক্তিতে প্রোমোশন পেয়েছেন ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকার পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আলো ছড়ানো ঋষভ পান্ত। তিনি পূর্বে ‘বি’ ক্যাটাগরিতে ছিলেন। নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে ঢুকেছেন। এছাড়া অবসর নেওয়ায় রবিশচন্দন অশ্বিন চুক্তি থেকে বাদ পড়েছেন। নতুন এই কেন্দ্রীয় চুক্তি গত ১ অক্টোবর থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর হবে। অর্থাৎ চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটাররা গত বছরের অক্টোবর থেকে হিসেবে করে বেতন পাবেন।

ঘরোয়া ক্রিকেটে অনীহা দেখানোর অভিযোগে ভারতের দুই ক্রিকেটার শ্রেয়াস আইয়ার ও ইশান কিশাণ কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন। তারা আবার কেন্দ্রীয় চুক্তিতে ঢুকেছেন। এর মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ ক্রিকেট খেলা আইয়ার ‘বি’ ক্যাটাগরিতে আছেন। ইশান কিশান আছেন ‘সি’ ক্যাটাগরিতে।

ভারতের ক্রিকেটারদের চার ক্যাটাগরি তথা ‘এ  প্লাস, এ, বি ও সি’তে কেন্দ্রীয় চুক্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা আছেন এ  প্লাস ক্যাটাগরিতে। ‘এ’ ক্যাটাগরিতে আছেন ঋষভ পান্ত, হার্ডিক পান্ডিয়া, কেএল রাহুল, শুভমন গিল, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ। ‘বি’ ক্যাটাগরিতে আছেন শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব ও জশস্বী জয়সোয়াল।

‘সি’ ক্যাটাগরিতে আছেন ১৯ ক্রিকেটার। তারা হলেন- রিংকু সিং, তিলক ভার্মা, ঋতুরাজ গাইকোয়াড়, শিভাম দুবে, রবি বিষ্ণয়, ওয়াসিংটন সুন্দর, মুকেশ কুমার, সানজু স্যামসন, অর্শদ্বীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, রজদ পতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নিতিশ রেড্ডি, ইশান কিশান, অভিষেক শর্মা, আকাশ দ্বীপ, বরুণ চক্রবর্তী ও হার্শিট রানা।

চুক্তি থেকে বাদ পড়েছেন: শার্দুল ঠাকুর, জিতেশ শর্মা, কেএস ভারত, আবেশ খান, বিজয়কুমার বশাক, উমরান মালিক, ইয়াশ দয়াল ও বিদ্যুত কাভিরাপ্পা।

চুক্তিতে ঢুকেছেন: ধ্রুব জুরেল, সরফরাজ খান, নিতিশ রেড্ডি, ইশান কিশান, অভিষেক শর্মা, বরু চক্রবর্তী, হার্শিট রানা, শ্রেয়াস আইয়ার ও আকাশ দ্বীপ।   

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব স স আই শ র য় স আইয় র ঋষভ প ন ত আইয় র

এছাড়াও পড়ুন:

২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করলো বিএসইসি

গত ৫ মার্চ চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে হেনস্তা করার অভিযোগে নিজ সংস্থার ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে এ ঘটনায় দুইজন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিএসইসির জরুরি কমিশন সভায় এ কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়। আজ বুধবার সকালে কাজে যোগ দেওয়ার পর সাময়িক দরখাস্তের আদেশ হাতে পেয়েছেন তারা।

বিএসইসির সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সাময়িক বরখাস্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম (৫৪), পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা (৫১), অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম (৫০), যুগ্মপরিচালক রাশেদুল ইসলাম (৪৮), উপপরিচালক বনী ইয়ামিন (৪৫), উপপরিচালক আল ইসলাম (৩৮), উপপরিচালক শহিদুল ইসলাম (৪২), উপপরিচালক তৌহিদুল ইসলাম (৩২), সহকারী পরিচালক জনি হোসেন (৩১), সহকারী পরিচালক রায়হান কবীর (৩০), সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন, সহকারী পরিচালক আবদুল বাতেন (৩২), লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী (৩১) এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফকে (২৯)।

মামলার আসামিদের বাইরে আরো যে ৬ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তারা হলেন- পরিচালক আবুল হাসান, পরিচালক ফখরুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পরিচালক মিরাজ উস সুন্নাহ, উপ-পরিচালক নানু ভূঁইয়া, সরকারি পরিচালক আমিনুর রহমান খান এবং সহকারী পরিচালক তরিকুল ইসলাম।

যে দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে, তারা হলেন- মাকসুদা মিলা, সহকারী পরিচালক (রেজিস্ট্রেশন) এবং কাউসার পাশা বৃষ্টি, ব্যক্তিগত কর্মকর্তা।

বরখাস্তের আদেশে হিসেবে গত ৫ মার্চ শেয়ারবাজার তদন্ত কমিটির চারটি প্রতিবেদনের বিষয় সিদ্ধান্ত গ্রহণের সময় বৈঠককালে কমিশনের অনুমতি ছাড়াই সংশ্লিষ্ট কর্মকর্তারা জোরপূর্বক প্রবেশ করে চেয়ারম্যান ও কমিশনারদের হেনস্তা এবং ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

সাময়িক বরখাস্ত মিরাজ উস সুন্নাহর বিরুদ্ধে জোরপূর্বক কমিশন সভায় ঢুকে চেয়ারম্যান ও কমিশনারদের অভিযোগ আনা হলেও ওই সভায় চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে আগে থেকেই উপস্থিত ছিলেন।

এ ঘটনায় আগেই (গত ৬ মার্চ) ১৬ জনের বিরুদ্ধে বিএসইসি চেয়ারম্যানের গানম্যান মো. আশিকুর রহমান বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় মামলাটি করেছিলেন। এ মামলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিনে আছেন তারা।

মামলার ১৬ আসামির মধ্যে নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে এরই মধ্যে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। আরেকজন নির্বাহী পরিচালক মাহবুবুল আলম স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন করেছেন।

ওই মামলার আসামিদের বাইরে আরো ছয়জনকে ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ এনে বরখাস্ত করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ছয় কোটি শ্রমিক রাষ্ট্রীয় সুরক্ষার বাইরে
  • ৩ কর্মকর্তার অবসর ও বরখাস্তের আদেশ আদালতে বহাল
  • ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করলো বিএসইসি
  • বাবার মরদেহ দুই বছর লুকিয়ে রাখেন সন্তান