চট্টগ্রামে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশায় দুর্বৃত্তদের ছুড়ে মারা পেট্রলবোমায় দগ্ধ সেই নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম লায়লা বেগম (৫০)। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাউজান পৌরসভা এলাকার গ্রামের বাড়িতে তাঁর মৃত্যু হয়। লায়লার শ্বাসনালিসহ শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।

লায়লার স্বামী মো. আব্বাস প্রথম আলোকে বলেন, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। কারা তাঁর স্ত্রীকে পেট্রলবোমা মেরেছে তাদের বিচার চান তিনি।

২০ এপ্রিল ভোর সাড়ে চারটার দিকে নগরের মুরাদপুর-অক্সিজেন সড়কের আতুরার ডিপোর তিন রাস্তার মাথা এলাকায় পেট্রলবোমায় দগ্ধ হন লায়লা ও তাঁর পুত্রবধূ ঝর্ণা বেগম। দুজনকেই প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে লায়লা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয় ঝর্ণাকে।

কক্সবাজারের কুতুবদিয়ায় একটি মাজারে যাওয়ার জন্য গ্রামের বাড়ি রাউজান থেকে সিএনজিচালিত অটোরিকশায় রওনা হয়েছিলেন তাঁরা। তাঁদের বহনকারী অটোরিকশাটি আতুরার ডিপো এলাকায় পৌঁছালে সড়কে আগুন দেখতে পান। চালক আগুন পাশ কাটিয়ে গাড়িটি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় মুখোশ পরা তিন ব্যক্তি গাড়িতে পেট্রলবোমা ছুড়ে মারে। এতে অটোরিকশার পেছনের সিটে বসা লায়লা বেগম ও পুত্রবধূ ঝর্ণা বেগম আহত হন।

জানতে চাইলে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীর পরিবার চট্টগ্রামে না থাকায় এত দিন মামলা করা যায়নি। পুলিশ মামলার প্রস্তুতি নিচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প ট রলব ম

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ