একাধিক ছেলেশিশুকে ধর্ষণের অভিযোগে ইমামকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
Published: 27th, April 2025 GMT
একাধিক ছেলেশিশু–কিশোরকে ধর্ষণের অভিযোগে গাজীপুরে এক মসজিদের ইমামকে গাছে বেঁধে পিটিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ রোববার সকালে মহানগরীর হায়দরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
অভিযুক্ত ইমামের নাম রহিজ উদ্দিন (৩৫)। তিনি কুমিল্লার মতলব উপজেলার বাসিন্দা। রহিজ হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কাজ করতেন।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রহিজ উদ্দিন বেশির ভাগ সময় স্থানীয় স্কুল–কলেজপড়ুয়া ছেলেদের সঙ্গে এলাকায় চলাফেরা করতেন। তাঁর থাকার ঘরে কম্পিউটার ও মুঠোফোনে গেমস খেলার কথা বলে ছেলেদের ডেকে নিয়ে যেতেন। এ সময় দোকান থেকে কিনে বোতলজাত কোমল পানীয় কিনে দিতেন, যা পান করার পর শিশুরা অচেতন হয়ে যেত। এরপর রহিজ উদ্দিন তাদের ধর্ষণ করতেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দারা আরও বলেন, সম্প্রতি কলেজপড়ুয়া এক ছাত্রকে রহিজ উদ্দিন তাঁর সঙ্গে ঘুমানোর জন্য ডেকে নিয়ে যান। পরে ওই ছাত্রকে একটি কোমল পানীয় পান করতে দেন, যা পান করার পর ওই শিক্ষার্থীর মাথা ঘুরতে থাকে। সে কৌশলে প্রস্রাব করার কথা বলে ঘর থেকে বের হয়ে তার পরিবারকে ফোনে বিষয়টি জানায়। বিষয়টি জানাজানি হলে রোববার এলাকার লোকজন রহিজ উদ্দিনকে আটক করে মারধর করে পুলিশের সোপর্দ করেন। এ ঘটনায় রোববার থানায় একটি মামলা করা হলে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
গাজীপুর মহানগরের পুবাইল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একাধিক শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা