জুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। শিক্ষার্থীদের উপর হামলাকারী ও হামলার সঙ্গে জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং বিচার নিশ্চিতের দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।

সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার, সাবধান’, ‘বিচার বিচার বিচার চাই, ছাত্রলীগের বিচার চাই’, ‘ছাত্রলীগের ঠিকানা, জাহাঙ্গীরনগরে হবে না’ ইত্যাদি স্লোগান দেন।

আরো পড়ুন:

জাবিতে জুলাই হামলায় জড়িত ২৬৮ শিক্ষক-শিক্ষার্থীকে শাস্তি

জুলাই হামলার বিচার দাবিতে জাবিতে অবস্থান কর্মসূচি

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে সমাজবিজ্ঞান অনুষদ ও অমর একুশে ভাস্কর্য সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় জাবি শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হুমায়ূন হাবিব হিরণ বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শিক্ষার্থীদের উপর নির্মম হামলা ও গুলি চালিয়েছে, তাদের বিচার না হলে আমরা কেউ নিরাপদ না। ইতোমধ্যে ২৫৯ জন ছাত্রলীগ সন্ত্রাসীদের বিশ্ববিদ্যালয় থেকে নিষিদ্ধ করা হয়েছে। অথচ তাদের তালিকা প্রকাশ করা হয়নি। আমরা চাই বহিষ্কারের পাশাপাশি তাদের অতিদ্রুত আইনের আওতায় আনা হোক।”

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “জুলাই-আগস্ট আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা বসে আছে। এ রকম অনিরাপদ পরিস্থিতিতে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারী দিয়ে বলতে চাই, অনতিবিলম্বে জুলাই-আগস্টের হামলায় জড়িত ছাত্রলীগের বিচার কাজ সম্পন্ন করতে হবে। তা না হলে আমরা শীঘ্রই প্রশাসনিক ভবন অবরোধের ডাক দিতে বাধ্য হব।”

মিছিল পরবর্তী সমাবেশে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ সংগঠনের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ঢাকা/আরিফুল/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল র ন ত কর ম

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইটি প্রোগ্রামে ডিপ্লোমা, অনলাইন ও অফলাইনে আবেদন ফি ১০০০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি–জেইউ) ফল–২০২৫ সেশনে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি (পিজিডিআইটি) প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া চলছে।

দরকারি তথ্য

আবেদনের পদ্ধতি: অনলাইন ও অফলাইন

আবেদন ফি: এক হাজার টাকা

মোট ক্রেডিট ঘণ্টা: ৩৬ (৩০ ক্রেডিট তত্ত্ব + ৬ ক্রেডিট প্রকল্প)

//////মোট সময় ভর্তি পরীক্ষা তিন ত্রৈমাসিক, ১২ মাস।///////////

আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫আবেদনের যোগ্যতা

যেকোনো স্নাতক ডিগ্রিতে ৪ স্কেলে কমপক্ষে ২.৫ সিজিপিএ অথবা দ্বিতীয় শ্রেণির সমমানের ডিগ্রিধারী আবেদনকারীরা ভর্তির প্রক্রিয়ার জন্য যোগ্য।

কোর্সের বিস্তারিত

শুক্রবার: পিজিডিআইটি (নিয়মিত) ও পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের সব ক্লাস অনুষ্ঠিত হবে।

শনিবার: পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর তৃতীয় সেমিস্টার।

আরও পড়ুনহার্ভার্ডের গবেষণা বলছে, মূল্য হারাতে বসেছে ১০ ডিগ্রি২৮ অক্টোবর ২০২৫কোর্সের বিস্তারিত

১. ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীদের জন্য পরিবহনের সুবিধা রয়েছে।

২. আধুনিক কম্পিউটার ল্যাবে ল্যাবভিত্তিক ক্লাস করানো হবে।

৩. সর্বনিম্ন খরচে কম সময়ে ডিপ্লোমা সম্পন্ন করা যাবে।

৪. জাবির পিএমআইটি প্রোগ্রামে ভর্তির জন্য পিজিডিআইটি স্নাতকদের জন্য কোটা আছে।

পরীক্ষার বিষয়

১. আইসিটির মৌলিক বিষয় ২৫ নম্বরের

২. মৌলিক গণিত ২৫ নম্বরের

৩. ইংরেজি ১০ নম্বরের

৪. এমসিকিউ ১ ঘণ্টার, মোট ৬০ নম্বরের পরীক্ষা হবে।

আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা ফি কমছে৩০ অক্টোবর ২০২৫ভর্তির দরকারি তারিখ

১. আবেদনের শেষ তারিখ: ১৯ নভেম্বর ২০২৫

২. ভর্তি পরীক্ষার তারিখ: ২১ নভেম্বর ২০২৫ বেলা তিনটায়, আইআইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

৩. ফলাফল প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫

৪. ভর্তির সময়: ২৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫

৫. ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু: ৫ ডিসেম্বর ২০২৫

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

আরও পড়ুনজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর২৯ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইটি প্রোগ্রামে ডিপ্লোমা, অনলাইন ও অফলাইনে আবেদন ফি ১০০০
  • অ্যাপে পরিচয়-প্রেম, বিয়ে করতে ব্রাহ্মণবাড়িয়ায় এলেন চীনের যুবক
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত
  • জাবি অধ্যাপককে হুমকি গণতান্ত্রিক চেতনার পরিপন্থি: ইউট্যাব