জুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। শিক্ষার্থীদের উপর হামলাকারী ও হামলার সঙ্গে জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং বিচার নিশ্চিতের দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।

সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার, সাবধান’, ‘বিচার বিচার বিচার চাই, ছাত্রলীগের বিচার চাই’, ‘ছাত্রলীগের ঠিকানা, জাহাঙ্গীরনগরে হবে না’ ইত্যাদি স্লোগান দেন।

আরো পড়ুন:

জাবিতে জুলাই হামলায় জড়িত ২৬৮ শিক্ষক-শিক্ষার্থীকে শাস্তি

জুলাই হামলার বিচার দাবিতে জাবিতে অবস্থান কর্মসূচি

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে সমাজবিজ্ঞান অনুষদ ও অমর একুশে ভাস্কর্য সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় জাবি শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হুমায়ূন হাবিব হিরণ বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শিক্ষার্থীদের উপর নির্মম হামলা ও গুলি চালিয়েছে, তাদের বিচার না হলে আমরা কেউ নিরাপদ না। ইতোমধ্যে ২৫৯ জন ছাত্রলীগ সন্ত্রাসীদের বিশ্ববিদ্যালয় থেকে নিষিদ্ধ করা হয়েছে। অথচ তাদের তালিকা প্রকাশ করা হয়নি। আমরা চাই বহিষ্কারের পাশাপাশি তাদের অতিদ্রুত আইনের আওতায় আনা হোক।”

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “জুলাই-আগস্ট আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা বসে আছে। এ রকম অনিরাপদ পরিস্থিতিতে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারী দিয়ে বলতে চাই, অনতিবিলম্বে জুলাই-আগস্টের হামলায় জড়িত ছাত্রলীগের বিচার কাজ সম্পন্ন করতে হবে। তা না হলে আমরা শীঘ্রই প্রশাসনিক ভবন অবরোধের ডাক দিতে বাধ্য হব।”

মিছিল পরবর্তী সমাবেশে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ সংগঠনের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ঢাকা/আরিফুল/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল র ন ত কর ম

এছাড়াও পড়ুন:

রংপুরে হিন্দুপাড়ায় হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর গ্রামে হিন্দুপাড়ায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে বটতলা এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী নূর-এ তামিম বলেন, ‘প্রতিবাদের নাম করে, মাইকিং করে আন্দোলনকারী জড়ো করে গঙ্গাচড়া এলাকায় হিন্দু সম্প্রদায়ের ১৫ থেকে ১৭টি বাড়িতে ভাঙচুর, লুটপাট করা হলো। এরপর আমরা দেখলাম, আক্রমণের পর ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন তাঁদের দীর্ঘদিনের বসতবাড়ি রেখে নিজেদের এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। আর এই ঘটনাগুলো ঘটছে পুলিশ ও সেনাবাহিনীর সামনে, যেগুলো আমরা বিভিন্ন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। এই ঘটনা শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য উদ্বেগজনক নয় বরং সব সাধারণ মানুষের জন্য এটা উদ্বেগপূর্ণ।’

শিক্ষার্থী নূর-এ তামিম আরও বলেন, ‘এই ইন্টেরিমের আমলে আমাদের সবার প্রত্যাশা ছিল এমন একটি বাংলাদেশ হবে, যেটা ধর্মীয় সম্প্রীতির ও সামাজিক সম্প্রীতির। কিন্তু এই সরকারের আমলে সব মানুষের অধিকার নিশ্চিত হচ্ছে না। আমাদের দেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার নামে রাজনৈতিকভাবে মব সৃষ্টি করে এ রকম ঘটনা যদি ঘটতেই থাকে, তাহলে আমাদের বলতে হয়, এ দেশে দক্ষিণপন্থীদের উত্থান ঘটেছে, যেটা কোনোভাবেই ভালো দিকে যাচ্ছে না।’

সম্পর্কিত নিবন্ধ

  • রংপুরে হিন্দুপাড়ায় হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল