চার দফা দাবিতে সড়ক অবরোধ আশ্বাসে প্রত্যাহার
Published: 29th, April 2025 GMT
আড়াইহাজারে পাওয়ারলুম (টেক্সটাইল) শ্রমিকরা গতকাল মঙ্গলবার মজুরি বৃদ্ধিসহ চার দফা দাবিতে তিনটি সড়ক ছয় ঘণ্টা অবরোধ করেন। মালিক ও প্রশাসনের আশ্বাসে বিকেল পৌনে ৬টার দিকে অবরোধ প্রত্যাহার করেন তারা।
জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টা থেকে কয়েক হাজার শ্রমিক বিক্ষোভ শুরু করেন। তারা ভুলতা-বিশনন্দী, ভুলতা-গোপালদী আঞ্চলিক মহাসড়ক ও গোপালদী-মাধবদী সড়ক অবরোধ করে রাখেন। গাছের গুঁড়ি ফেলে বন্ধ করা হয় যান চলাচল।
পাওয়ারলুম শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক শওকত আলী বলেন, তিনটি ইউনিয়নের প্রায় ৫০ হাজার শ্রমিক তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। আন্দোলন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
ইউএনও সাজ্জাত হোসেন বলেন, শ্রমিকদের কোনো সংগঠিত নেতৃত্ব না থাকায় বিষয়টি মীমাংসা করতে সময় লেগেছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম
১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক