চার দফা দাবিতে সড়ক অবরোধ আশ্বাসে প্রত্যাহার
Published: 29th, April 2025 GMT
আড়াইহাজারে পাওয়ারলুম (টেক্সটাইল) শ্রমিকরা গতকাল মঙ্গলবার মজুরি বৃদ্ধিসহ চার দফা দাবিতে তিনটি সড়ক ছয় ঘণ্টা অবরোধ করেন। মালিক ও প্রশাসনের আশ্বাসে বিকেল পৌনে ৬টার দিকে অবরোধ প্রত্যাহার করেন তারা।
জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টা থেকে কয়েক হাজার শ্রমিক বিক্ষোভ শুরু করেন। তারা ভুলতা-বিশনন্দী, ভুলতা-গোপালদী আঞ্চলিক মহাসড়ক ও গোপালদী-মাধবদী সড়ক অবরোধ করে রাখেন। গাছের গুঁড়ি ফেলে বন্ধ করা হয় যান চলাচল।
পাওয়ারলুম শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক শওকত আলী বলেন, তিনটি ইউনিয়নের প্রায় ৫০ হাজার শ্রমিক তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। আন্দোলন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
ইউএনও সাজ্জাত হোসেন বলেন, শ্রমিকদের কোনো সংগঠিত নেতৃত্ব না থাকায় বিষয়টি মীমাংসা করতে সময় লেগেছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএমএল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএলের প্রতিনিধি দল। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমএলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সভাপতি নাসিম খান। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব রেজওয়ান মর্তুজা ও যুগ্ম মহাসচিব সাকিব খান।
সাক্ষাতের সময় প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে ডিসেম্বরের মধ্যে দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করে। এ সময় দলটির পক্ষ থেকে একটি স্মারকলিপিও দেওয়া হয়।