জীবনযাত্রার মান নিয়ে অসন্তোষের কথা ফিজির প্রধানমন্ত্রীকে জানালেন ২৬ বাংলাদেশি
Published: 2nd, May 2025 GMT
জীবনযাত্রার মান নিয়ে অসন্তোষের কথা ফিজির প্রধানমন্ত্রীকে জানালেন ২৬ বাংলাদেশি প্রধানমন্ত্রী সিটিভেনি রাবুকাকে। বাংলাদেশি শ্রমিকদের অভিযোগ, তাদের জীবনযাত্রার মান সন্তোষজনক নয়। পর্যাপ্ত খাবারও পান না। নিয়োগের চুক্তি লঙ্ঘনেরও অভিযোগ করেছেন তারা।
বাংলাদেশি শ্রমিকদের এসব অভিযোগ শুনে জরুরি ভিত্তিতে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত এবং তাদের মৌলিক চাহিদা নিশ্চিতের জন্য নিয়োগদাতাদের প্রতি আহ্বান জানান রাবুকা। একই সঙ্গে দেশটির কেন্দ্রীয় কর্মসংস্থান মন্ত্রী ও অভিবাসন বিষয়ক মন্ত্রীকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। খবর- দ্য ফিজি টাইমস
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ফিজির ‘সেন্ট্রাল ডিভিশনের’ একটি সুপার মার্কেটে কাজ করেন এসব শ্রমিক। চলতি সপ্তাহে রাবুকার সঙ্গে কথা হয় এসব শ্রমিকের। ওই সাক্ষাতে নিজেদের ‘দুর্দশার’ কথা তুলে ধরেন তারা। তাদের অভিযোগ, পরিবেশ-পরিস্থিতির কারণে ফিজিতে কাজ করাটা তারা উপভোগ করতে পারছেন না।
অভিযোগ শুনে নিয়োগদাতাদের উদ্দেশ প্রধানমন্ত্রী রাবুকা বলেন, কোনো শ্রমিকেরই এমন পরিবেশে বসবাস করা উচিত নয় যা তাদের মর্যাদার সঙ্গে যায় না। আইন মেনে চলা এক বিষয়। শ্রমিকদের অধিকার রক্ষা করা আরেকটি বিষয়।
তিনি বলেন, বিভিন্ন দেশে ফিজির অনেক শ্রমিক কাজ করেন। তারা বৈষম্যের শিকার হোক, তা আমরা কখনও চাই না। ফলে এখানে যেসব বিদেশি কাজ করেন, তাদের ক্ষেত্রেও আমাদের প্রত্যাশা একই রকম হওয়া উচিত।
প্রাকৃতিক সৌন্দর্য ও নির্মল সৈকতের জন্য বিখ্যাত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিজিতে প্রায় পাঁচ হাজার বিদেশি শ্রমিক কাজ করেন যার অর্ধেকের বেশি বাংলাদেশি।
.
উৎস: Samakal
কীওয়ার্ড: অসন ত ষ ট প রব স জ বনয ত র র ম ন ক জ কর ন
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা