মুন্সীগঞ্জে দিনমজুরের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
Published: 2nd, May 2025 GMT
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি এলাকা থেকে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ মে) মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় জব্দ করা হয় একটি শটগান ও দুইটি কার্তুজ।
নিহতের নাম সানা মাঝি (৪২)। তিনি ওই গ্রামেরই মৃত মোহাম্মদ মাঝির ছেলে ও স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
আরো পড়ুন:
গোপালগঞ্জে মহাজনী সুদের চাপে শ্রমিকের মৃত্যু, দাবি পরিবারের
নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ত্রসহ এক ডাকাতকে আটক করা হয়েছে, স্থানীয়দের দেওয়া এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে। এসময় মরদেহের পাশে একটি একনলা শটগান ও দুইটি কার্তুজ পড়ে ছিল।
নিহতের স্ত্রী ফাতেমা বলেন, ‘‘গতকাল বিকেল ৩টায় আমার স্বামীকে স্বাধীন নামের স্থানীয় এক যুবক বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাতে খবর পাই, সড়কে তার মরদেহ পড়ে আছে।’’
তিনি অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে তার স্বামীকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সানা মাঝির পরিবারের সঙ্গে স্থানীয় বাবু মাঝির পরিবারের বিরোধ ছিল। বাবু মাঝির ভাই শিপন মাঝি হত্যা মামলায় সানা মাঝির আট ভাই আসামি ছিলেন। পরে সবাই সেই মামলায় খালাস পেয়েছেন।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, ‘‘প্রাথমিকভাবে কোনো ডাকাতির ঘটনা ঘটেছে বলে মনে হয়নি। নিহতের ভাই অভিযোগ করেছেন, পূর্ব শত্রুতার জেরে তার ভাইকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’’
অভিযোগের বিষয়ে জানতে বাবু মাঝির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
ঢাকা/রতন/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য মরদ হ পর ব র র র মরদ হ
এছাড়াও পড়ুন:
ফ্যাসিস্টদের দোসররা বিভিন্ন ইস্যূতে পানি ঘোলা করতে চায়: মাও. জব্বার
আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর - মুহাম্মদ আবদুল জব্বার
কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতি গণসংযোগ করেন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা ৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী ৩০ এপ্রিল মঙলবার বাদ মাগরিব আদমজী সোনামিয়া মার্কেট সংলগ্ন বড় মসজিদ এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগে প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুুল জব্বার বলেন চব্বিশের আন্দোলনে স্বৈরাচারী ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও তাদের দোসররা কিন্তু এখনো বিভিন্ন স্থানে ঘাপটি মেরে আছেন। তারা বিভিন্ন ইসূতে পানি ঘোলা করতে চায়।
তাদেরকে হুশিয়ার করে বলেন বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আর কোন ফ্যাসিস্টদের দেখতে চায়না, যারা আজকে দখলদারিত্ব ও চাঁদাবাজিতে লিপ্ত আছেন তাদেরকে ধরে পুলিশ প্রশাসনের কাছে সোপর্দ করবেন।
এসময় তিনি আরো বলেন আল্লাহর আইন কুরআন দিয়ে সমাজ ও রাষ্ট্র পরিচালনা হলে দেশে আর কোন সন্ত্রাস চাঁদাবাজ থাকবেনা। আর আল্লাহর আইন ও সৎ লোকের সাশন প্রতিষ্ঠা করতেই নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
৬ নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় পূর্ব থানা আমীর আলী আক্কাস রোমনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন , দক্ষিন থানা আমীর আলহাজ্ব কফিলউদ্দিন আহমেদ, নায়েবে আমীর আবদুল গফুর, পূর্ব থানা সেক্রেটারি শহিদুজ্জামান শহিদ সহ আরো অনেকে।