চাঁদপুরের কচুয়ায় গণধর্ষণের মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কচুয়ার রহিমানগর এলাকা থেকে বৃহস্পতিবার (১ মে) তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- হাড়িচাইল মুন্সি বাড়ীর মৃত বাবুল মিয়ার ছেলে মো. সুমন (৩১) ও আঃ হালিমের ছেলে মো. মহসিন (২৮)।

এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমের বড় ছেলে ইব্রাহিম (১০) গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় মাদ্রাসা থেকে পালিয়ে নিখোঁজ হয়। তাকে খুঁজতে গিয়ে সন্ধ্যা ৭টার দিকে কচুয়া থানাধীন উত্তর গোহট ইউনিয়নের হাড়িচাইল (মুন্সি বাড়ী) যান শিশুটির মা। এসময় সুমন ও মহসিন ভিকটিমকে বলে আপনার ছেলেকে আরিফের পরিত্যক্ত বসত ঘরের ভিতর লুকিয়ে থাকতে দেখেছি। তখন ভিকটিম তাদের কথা মতো তার ছেলেকে ওই ঘরে খুঁজতে যান। এসময় বর্ণিত দুজন তাকে জাপটে ধরে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে। 

এ ঘটনায় ভিকটিম নারী ও শিশু নির্যাতন দমন আইনে কচুয়া থানায় মামলা করেন। মামলার পর থেকে তারা পলাতক ছিল।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

আজিজুল ইসলাম বলেন, “নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩) ধারা রুজু করা হয়। সুমন ও মহসিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”

ঢাকা/অমরেশ/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ফ্যাসিস্টদের দোসররা বিভিন্ন ইস্যূতে পানি ঘোলা করতে চায়: মাও. জব্বার

আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর - মুহাম্মদ আবদুল জব্বার

কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতি গণসংযোগ করেন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা ৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী ৩০ এপ্রিল মঙলবার বাদ মাগরিব আদমজী সোনামিয়া মার্কেট সংলগ্ন বড় মসজিদ এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। 

গণসংযোগে প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুুল জব্বার বলেন চব্বিশের আন্দোলনে স্বৈরাচারী ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও তাদের দোসররা কিন্তু এখনো বিভিন্ন স্থানে ঘাপটি মেরে আছেন। তারা বিভিন্ন ইসূতে পানি ঘোলা করতে চায়।

তাদেরকে হুশিয়ার করে বলেন বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আর কোন ফ্যাসিস্টদের দেখতে চায়না, যারা আজকে দখলদারিত্ব ও চাঁদাবাজিতে লিপ্ত আছেন তাদেরকে ধরে পুলিশ প্রশাসনের কাছে সোপর্দ করবেন। 

এসময় তিনি আরো বলেন আল্লাহর আইন কুরআন দিয়ে সমাজ ও রাষ্ট্র পরিচালনা হলে দেশে আর কোন সন্ত্রাস চাঁদাবাজ থাকবেনা। আর আল্লাহর আইন ও সৎ লোকের সাশন প্রতিষ্ঠা করতেই নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

৬ নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় পূর্ব থানা আমীর আলী আক্কাস রোমনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি  ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন , দক্ষিন থানা আমীর আলহাজ্ব কফিলউদ্দিন আহমেদ, নায়েবে আমীর আবদুল গফুর, পূর্ব থানা সেক্রেটারি শহিদুজ্জামান শহিদ সহ আরো অনেকে।

সম্পর্কিত নিবন্ধ

  • বিএনপি সব সময় শ্রমিকদের পাশে আছে : রাজিব 
  •  খালেদা জিয়ার সুস্থতায় জাকির খানের দোয়া 
  • ফতুল্লায় জে. আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের বর্ষপূর্তি উদযাপন
  • সাতক্ষীরায় জেলি পুশ করা ৩০০ কেজি চিংড়ি জব্দ, জরিমানা
  • শ্রমিকরাই জীবন দিয়ে বাংলাদেশের মুক্ত পরিবেশ সৃষ্টি করেছে : মামুন মাহমুদ
  • মুন্সীগঞ্জে দিনমজুরের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
  • শ্রমিক দিবসে রিকশাচালকদের পাশে নারায়ণগঞ্জ ‘বসুন্ধরা শুভসংঘ’
  • ফ্যাসিস্টদের দোসররা বিভিন্ন ইস্যূতে পানি ঘোলা করতে চায়: মাও. জব্বার
  • চকলেটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার