নরসিংদীতে হামলার শিকার হওয়া এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
Published: 3rd, May 2025 GMT
নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের আলীনগরে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে হামলার শিকার হওয়া এসএসসি পরীক্ষার্থী রাজন শিকদার (১৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (২ মে) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে ভাই রাসেল মিয়া জানিয়েছেন।
রাজন রায়পুরার পাড়াতলী ইউনিয়নের আলীনগর এলাকার ফজলু মিয়ার ছেলে ও সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
নিহতের ভাই রাসেল মিয়া বলেন, “গত ২৭ এপ্রিল এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফিরে বিকেলে সহপাঠীদের সঙ্গে আলীনগর বাজার মোড়ে ক্যারাম খেলছিলেন রাজন। তখনই মধ্যনগরের জাহাঙ্গীর ও তার লোকজনের সঙ্গে ঝগড়া হয় বাঁশগাড়ী এলাকার এক অটোরিকশাচালকের। ঝগড়া থামাতে এগিয়ে যান রাজনসহ আশপাশের লোকজন। পরে অটোরিকশাচালককে নিরাপদে বাড়ি পৌঁছে দেয় তারা। ঘটনার পর জাহাঙ্গীর ও তার অনুসারীরা সন্ধ্যায় দলবল নিয়ে আলীনগরে একটি দোকানে হামলা চালায়। সেখানে রাজনকে বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয়। হামলায় আহতাবস্থায় রাজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ঢাকায় নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে নেওয়া হলে শুক্রবার তার মৃত্যু হয়।”
রাসেল মিয়া আরও বলেন, “সেদিন আমার বিকাশের দোকানেও হামলা চালায় তারা। দোকান ভাঙচুর করে এবং নগদ টাকা লুট করে। ভাই রাজনকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে।”
অভিযুক্ত জাহাঙ্গীর ও তার লোকজন বর্তমানে আত্মগোপনে রয়েছেন। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ জানান, একজন এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনার বিস্তারিত জানি না। নিহতের স্বজনরা থানায় অভিযোগ দিতে যোগাযোগ করেছেন।
ঢাকা/হৃদয়/টিপু
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর ক ষ র থ আল নগর
এছাড়াও পড়ুন:
চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরে সরকারি চাকরি, পদ ২৫
চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন সরকারি দপ্তরে সরাসরি নিয়োগের জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য এটি একটি বড় সুযোগ। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। ৭টি পদে মোট ২৫ জন নিয়োগ পাবেন। ১ মে থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনের বিশেষ শর্তাবলিতে বলা হয়েছে, আবেদনকারী প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
পদের বিবরণ১. কম্পিউটার অপারেটর–১টি
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ১১০০০-২৬৫১০ টাকা
আরও পড়ুনপল্লী উন্নয়ন বোর্ডে নবম ও দশম গ্রেডে ৯০ পদে নিয়োগ, আবেদন করুন দ্রুত২ ঘণ্টা আগে২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক –১১টি
শিক্ষাগত যোগত্যা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
৩. সার্টিফিকেট সহকারী–৩টি
শিক্ষাগত যোগত্যা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
৪. নিরাপত্তা প্রহরী–৭টি (উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
৫. বাবুর্চি–০১
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
৬. বেয়ারার–০১টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
৭. নিরাপত্তা প্রহরী-১টি (সার্কিট হাউস)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
আরও পড়ুনইসলামী উন্নয়ন ব্যাংকের ওয়াইপিপি প্রোগ্রাম, আরবি অথবা ফরাসি ভাষায় দক্ষতায় বাড়তি সুযোগ৪ ঘণ্টা আগেআবেদনের বয়সসীমা৩১–০৫–২০২৫ তারিখে আবেতনকবারী প্রার্থীর বয়স ১৮–৩২ বছরের মধ্যে হতে হবে।
বিশেষ নির্দেশনাসঠিকভাবে আবেদনপত্র পূরণ না করলে কিংবা ভুল তথ্য দিলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তাই আবেদন করার পূর্বে বিজ্ঞপ্তি ভালোমতো পড়া আবশ্যক।
আবেদনের শেষ সময়৩১ মে বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের নিয়মআগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আরও পড়ুনঢাকা উত্তর সিটি করপোরেশনের পুনর্নিয়োগ, পদ ৬৩, ফি ২২৩০২ মে ২০২৫