ঝালকাঠির নলছিটি উপজেলায় দাঁড়িয়ে থাকা অটোরিকশায় একটি মাহিন্দ্রা ধাক্কা দিলে মাহিন্দ্রার দুই যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছে।

শনিবার (৩ মে)  বেলা সাড়ে  ১১টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।  

নিহতরা হলেন,  বাকেরগঞ্জ উপজেলার চামটা কৃষ্ণনগর এলাকার হাসেম হাওলাদার (৭০) ও ফলাঘর এলাকার মোহাম্মদ শামীম (৫০)।

আরো পড়ুন:

মাঝ রাস্তায় থামে বাস, ঝুঁকিতে যাত্রী

রাজশাহীর উন্নয়নে ২ হাজার কোটি টাকার সুকুকের নিলাম ১৯ মে 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  বকুলতলা এলাকায় একটি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। পটুয়াখালী থেকে বরিশালগামী যাত্রীবাহী একটি মাহিন্দ্রা পিছন থেকে ওই অটোরিকশায় ধাক্কা দিলে অটোরিকশা ও চালক ছিটকে খাদে পড়ে যায়। এতে  মাহিন্দ্রা গাড়ির  সকল যাত্রী আহত হয়। এ সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এ দিকে ঘটনার পরেই মাহিন্দ্রা চালক পালিয়ে যায়। 

নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাহিন্দ্রা গাড়িটা পুলিশের হেফাজতে রয়েছে। 

ঢাকা/অলোক/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন সড়ক দ র ঘটন ন হত

এছাড়াও পড়ুন:

৪ ঘণ্টা পর পুরানা পল্টনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

চার ঘণ্টা পর ঢাকার পুরানা পল্টনে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (৩ মে) রাত ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ৮টা ২৫ মিনিটে ফকিরাপুল বিজয় নগরে পানির ট্যাংকির কাছে সাব্বির টাওয়ার নামে ওই ভবনে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মো. ছালেহ উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনীও আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ঘটনাস্থল থেকে পল্টন থানার উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, সাব্বির টাওয়ার মূলত বাণিজ্যিক ভবন। নিচতলায় দোকানপাট রয়েছে। ওপরে রয়েছে বিভিন্ন কোম্পানির অফিস। প্রাথমিকভাবে জানা গেছে, ১১তলার ছাদে বৈদ্যুতিক বাল্বের গুদাম রয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সেখানে আগুন লাগে।

তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঢাকা/সুকান্ত/ইভা

সম্পর্কিত নিবন্ধ