ঝালকাঠির নলছিটি উপজেলায় দাঁড়িয়ে থাকা অটোরিকশায় একটি মাহিন্দ্রা ধাক্কা দিলে মাহিন্দ্রার দুই যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছে।

শনিবার (৩ মে)  বেলা সাড়ে  ১১টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।  

নিহতরা হলেন,  বাকেরগঞ্জ উপজেলার চামটা কৃষ্ণনগর এলাকার হাসেম হাওলাদার (৭০) ও ফলাঘর এলাকার মোহাম্মদ শামীম (৫০)।

আরো পড়ুন:

মাঝ রাস্তায় থামে বাস, ঝুঁকিতে যাত্রী

রাজশাহীর উন্নয়নে ২ হাজার কোটি টাকার সুকুকের নিলাম ১৯ মে 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  বকুলতলা এলাকায় একটি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। পটুয়াখালী থেকে বরিশালগামী যাত্রীবাহী একটি মাহিন্দ্রা পিছন থেকে ওই অটোরিকশায় ধাক্কা দিলে অটোরিকশা ও চালক ছিটকে খাদে পড়ে যায়। এতে  মাহিন্দ্রা গাড়ির  সকল যাত্রী আহত হয়। এ সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এ দিকে ঘটনার পরেই মাহিন্দ্রা চালক পালিয়ে যায়। 

নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাহিন্দ্রা গাড়িটা পুলিশের হেফাজতে রয়েছে। 

ঢাকা/অলোক/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন সড়ক দ র ঘটন ন হত

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ