গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোরশেদা বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। রবিবার (৪ মে) দুপুরে উপজেলার কাটাখালি ব্রিজের দক্ষিণ পাশে হাওয়াখানা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোরশেদা বেগম উপজেলার তালুককানুপর ইউনিয়নের সুন্দইল গ্রামের ভ্যানচালক রফিকুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর ভ্যানে চড়ে বাড়ি থেকে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন মোরশেদা। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলই তার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।’’

ঢাকা/মামুন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ