১১তম দিনে ২৯ জন বহিষ্কার, অনুপস্থিত ২৮৭০৯
Published: 4th, May 2025 GMT
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ১১তম দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে সারা দেশে ২৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই দিনে অনুপস্থিত ছিল ২৮ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী।
রবিবার (৪ মে) অনুষ্ঠিত এ পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১৯ লাখ ২৬১ জন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড.
আরো পড়ুন:
দায়িত্বে অবহেলার অভিযোগে ৮ শিক্ষককে অব্যাহতি
সিরাজগঞ্জে সহপাঠীদের মারধরে আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সারা দেশের ৯টি বোর্ডে অনুষ্ঠিত উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষায় ৭ জন, মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় ৫ জন এবং ভোকেশনাল বা কারিগরি বোর্ডের ট্রেড ১ (দ্বিতীয় পত্র) পরীক্ষায় ৭ জনকে বহিষ্কার করা হয়েছে।
আর বোর্ডভিত্তিক বহিষ্কারের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সবচেয়ে বেশি শিক্ষার্থী বহিষ্কার হয়েছে দিনাজপুর বোর্ডে। যার সংখ্যা ৯ জন। এছাড়া কুমিল্লা বোর্ডে ১ জন, যশোর বোর্ডে ১ জন, বরিশাল বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ৫ জনকে বহিষ্কার করা হয়েছে।
সারা দেশে ৯টি বোর্ডের অধীনে ২ হাজার ২৮২টি কেন্দ্রে, মাদ্রাসা বোর্ডের অধীনে ৭২৫টি কেন্দ্রে এবং ভোকেশনাল বা কারিগরি বোর্ডের অধীনে ৬৯৯টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রুটিন অনুযায়ী আগামী ১৩ মে লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে।
ঢাকা/হাসান/সাইফ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর এসএসস পর ক ষ র থ পর ক ষ য়
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা
বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।
কিচেন হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
বেকার হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
যোগ্যতা—১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।
৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।
সুযোগ-সুবিধা—
১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।
২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।
৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।
আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে