১১তম দিনে ২৯ জন বহিষ্কার, অনুপস্থিত ২৮৭০৯
Published: 4th, May 2025 GMT
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ১১তম দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে সারা দেশে ২৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই দিনে অনুপস্থিত ছিল ২৮ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী।
রবিবার (৪ মে) অনুষ্ঠিত এ পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১৯ লাখ ২৬১ জন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড.
আরো পড়ুন:
দায়িত্বে অবহেলার অভিযোগে ৮ শিক্ষককে অব্যাহতি
সিরাজগঞ্জে সহপাঠীদের মারধরে আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সারা দেশের ৯টি বোর্ডে অনুষ্ঠিত উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষায় ৭ জন, মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় ৫ জন এবং ভোকেশনাল বা কারিগরি বোর্ডের ট্রেড ১ (দ্বিতীয় পত্র) পরীক্ষায় ৭ জনকে বহিষ্কার করা হয়েছে।
আর বোর্ডভিত্তিক বহিষ্কারের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সবচেয়ে বেশি শিক্ষার্থী বহিষ্কার হয়েছে দিনাজপুর বোর্ডে। যার সংখ্যা ৯ জন। এছাড়া কুমিল্লা বোর্ডে ১ জন, যশোর বোর্ডে ১ জন, বরিশাল বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ৫ জনকে বহিষ্কার করা হয়েছে।
সারা দেশে ৯টি বোর্ডের অধীনে ২ হাজার ২৮২টি কেন্দ্রে, মাদ্রাসা বোর্ডের অধীনে ৭২৫টি কেন্দ্রে এবং ভোকেশনাল বা কারিগরি বোর্ডের অধীনে ৬৯৯টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রুটিন অনুযায়ী আগামী ১৩ মে লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে।
ঢাকা/হাসান/সাইফ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর এসএসস পর ক ষ র থ পর ক ষ য়
এছাড়াও পড়ুন:
বেরোবির স্নাতকে ভর্তি শুরু রবিবার
গুচ্ছভুক্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম রবিবার (৩ আগস্ট) থেকে শুরু হবে। চলবে ৭ আগস্ট পর্যন্ত।
শুক্রবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট লিংকে গিয়ে নিবন্ধন ও সাইন আপের মাধ্যমে রেজিস্ট্রেশন ও আইডি নম্বর সংগ্রহ করবেন। এরপর নির্ধারিত ভর্তি ফি নগদ বা বিকাশের মাধ্যমে জমা দিতে হবে। চূড়ান্ত ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আরো পড়ুন:
রাকসু নির্বাচনে প্রার্থী হিসেবে আলোচনায় যারা
নিয়োগ বাণিজ্যের অভিযোগ করায় ছাত্রদল সভাপতিকে ‘মিথ্যাবাদী’ বললেন উপাচার্য
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার পঞ্চম মাইগ্রেশনের পর যারা বেরোবিতে ভর্তি হতে চায়, তাদের এসএসসি ও এইচএসসির মূল সনদ, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের তিনকপি ফটোকপি, পূরণকৃত ভর্তি ফরমের তিনকপি, প্রাথমিক ভর্তি ফি ও কেন্দ্রীয় ভর্তি ফি জমাদানের রশিদের তিনটি করে ফটোকপি, এসএসসি ও এইচএসসি ট্রান্সক্রিপ্টের তিনটি করে ফটোকপি এবং পাসপোর্ট সাইজের তিনকপি রঙিন ছবি নিজ নিজ বিভাগে জমা দিতে হবে।
এছাড়া, গুচ্ছভুক্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ভর্তি হয়ে যারা মূল নম্বরপত্র বেরোবিতে জমা দিয়েছেন, তাদেরকে ২ থেকে ৫ আগস্টের মধ্যে নিজ দায়িত্বে সেগুলো সংগ্রহ করতে হবে।
ঢাকা/সাজ্জাদ/মেহেদী