গ্রিন এন্ড ক্লিন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা
Published: 6th, May 2025 GMT
গ্রিন এন্ড ক্লিন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে নারায়ণগঞ্জ সদর উপজেলার অংশীজনদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ মে) সকাল থেকে সারাদিন ব্যাপী ফতুল্লা, কাশিপুর, আলীরটেক,বক্তাবলী, এনায়েতনগর, কুতুবপুর, গোগনগর ইউনিয়ন পরিষদের সমন্বয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে এসময় প্রধান আলোচক হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক মো.
মো. ওয়ারেছ আনসারী বলেন, জনসংখ্যা বৃদ্ধির কারনে দিনের পর দিন গাছপালা উজার হয়ে যাচ্ছে। আর এভাবে চলতে থাকলে আমাদের পরিবেশ বিপর্যস্ত হতে হবে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় এখনই আমাদের এগিয়ে আসতে হবে।
নিজেদের আশেপাশের লোকালয় গুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রাস্তার দুপাশে সারি সারি গাছ লাগাতে হবে। পরিবেশ সৌন্দর্য রক্ষায় ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারন করতে হবে।
আর এগুলো বাস্তবায়ন করতে পারলে গ্রিন এন্ড ক্লিন কর্মসূচি সার্থক হবে। এজন্য সমাজের সর্বস্হরের মানুষকে এগিয়ে আসতে হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
পান্ডিয়ার রানআউট মিসে শেষ বলে জিতে সবার ওপরে গিলের গুজরাট
১ বলে ১ রান।
মাত্রই উইকেটে যাওয়া আরশাদ খান দীপক চাহারের করা বলটিকে মিড অফ ফিল্ডার হার্দিক পান্ডিয়ার দিকে ঠেলেই পড়িমরি করে দৌড় লাগালেন। পান্ডিয়ার থ্রো ভাঙতে পারেনি নন স্ট্রাইকার প্রান্তের উইকেট। আর তাতে ১ রান পূর্ণ করেই মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে গুজরাট টাইটানসকে ৩ উইকেটে জয় এনে দিলেন আরশাদ।
১১তম ম্যাচে পাওয়া অষ্টম এই জয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল শুবমান গিলদের গুজরাট। অন্যদিকে টানা ছয় ম্যাচ জয়ের পর প্রথম হারের স্বাদ পেয়ে মুম্বাই নেমে গেলে চারে (১২ ম্যাচে ১৪ পয়েন্ট)।
ওয়াংখেড়ে দুবার বৃষ্টির কারণে বন্ধ হওয়া ম্যাচে প্রথমে ব্যাটিং করে স্বাগতিক মুম্বাই করেছিল ৮ উইকেটে ১৫৫ রান। রান তাড়ায় দুবার বৃষ্টির বাধায় পড়া গুজরাট যখন শেষবার আবার ব্যাটিংয়ে নামল দলটির লক্ষ্য ১৯ ওভারে ১৪৭ রানের। যার অর্থ ১ ওভারে দলটির দরকার ১৫ রান।
সেই ওভারটি করলেন দীপক চাহার। ভারতীয় পেসারের প্রথম ৩ বলে ১টি করে চার-ছক্কা মেরে রাহুল তেওয়াতিয়া ও জেরাল্ড কোয়েৎজি ৩ বলে ৪ বানিয়ে ফেলেন সমীকরণটাকে। পরের বলটা হলো নো বল, ব্যাটসম্যানরা দৌড়ে নিলেন ১ রান। তাতে ৩ বলে ২ রানের হিসাব গুজরাটের। ফ্রি হিটে তেওয়াতিয়া ১ রান নেওয়ার পর আবার নাটক। এবার বল আকাশে তুলে আউট কোয়েৎজি। আর তাতেই সমীকরণটা হয়ে যায় ১ বলে ১ রানের। এরপর পান্ডিয়ার সেই রানআউট মিস। তাতে সুপার ওভারের নাটকে গড়াতে পারল না ম্যাচটি।
শেষ বলে রানআউট মিস করে হতাশ মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়ক হার্দিক পান্ডিয়া