লিগ জয়ের আশা শেষ রোনালদোদের, চ্যাম্পিয়নস লিগেও জায়গা মিলবে কি না সন্দেহ
Published: 8th, May 2025 GMT
ক্রিস্টিয়ানো রোনালদো না হেসে পারলেন না। আল নাসরের পর্তুগিজ মহাতারকা হাসলেন খুব বাজে একটা শট নেওয়ার পর। কাল রাতে সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের মুখোমুখি হয়েছিল রোনালদোর আল নাসর। দলের জন্য মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচে ১১ মিনিটের মাথায় পেনাল্টি বক্সের বাঁ মাথা থেকে সিআরসেভেনের নেওয়া শট বাতাসে ভেসে চলে যায় ডান প্রান্তের কর্নার পতাকার দিকে।
পুরো ম্যাচে রোনালদো কেমন খেলেছেন, সেটির প্রতীকী চিত্র হিসেবেই চালিয়ে দেওয়া যায় ওই শটকে। খুবই বাজে একটা ম্যাচ গেছে তাঁর। আর এই ম্যাচেই ২-০ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত আল ইত্তিহাদের কাছে ৩-২ গোলে হেরে লিগ জয়ের স্বপ্ন বিসর্জন দিয়েছে আল নাসর। ৩৪ ম্যাচের লিগে ৪ ম্যাচ বাকি থাকতে আল নাসরের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেছে শীর্ষ দল আল ইত্তিহাদ। ৩০ ম্যাচে ৭১ পয়েন্ট দলটির। চারে থাকা আল নাসরের সমান ম্যাচে পয়েন্ট ৬০।
এই হারে আগামী মৌসুমে এএফসি চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়াটাও কঠিন হয়ে পড়ল রোনালদোদের। সৌদি ক্লাব আল আহলি এবার এশিয়ান চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হয়েছে। ফলে লিগ থেকে সুযোগ পাবে আরও দুটি দল। সেই লড়াইয়ে আল নাসরের চেয়ে ইত্তিহাদ ১১ পয়েন্টে ও আল হিলাল ৪ পয়েন্টে এগিয়ে আছে।
আরও পড়ুন‘কৃষক লিগ’ বলে কটাক্ষ? সেই কৃষক লিগের দলই তো ফাইনালে৫৪ মিনিট আগেঘরের মাঠে রোনালদোরা এগিয়ে গিয়েছিল ৩ মিনিটেই। সেনেগাল তারকা সাদিও মানে নিচু শটে গোলে করে এগিয়ে দেন আল নাসরকে। ৩৭ মিনিটে মানের পাস খেকেই ব্যবধানটা ২-০ করেন আয়মান ইয়াহিয়া।
নাটকীয় জয়ের পর করিম বেনজেমাদের উল্লাস.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫