ক্রিস্টিয়ানো রোনালদো না হেসে পারলেন না। আল নাসরের পর্তুগিজ মহাতারকা হাসলেন খুব বাজে একটা শট নেওয়ার পর। কাল রাতে সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের মুখোমুখি হয়েছিল রোনালদোর আল নাসর। দলের জন্য মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচে ১১ মিনিটের মাথায় পেনাল্টি বক্সের বাঁ মাথা থেকে সিআরসেভেনের নেওয়া শট বাতাসে ভেসে চলে যায় ডান প্রান্তের কর্নার পতাকার দিকে।

পুরো ম্যাচে রোনালদো কেমন খেলেছেন, সেটির প্রতীকী চিত্র হিসেবেই চালিয়ে দেওয়া যায় ওই শটকে। খুবই বাজে একটা ম্যাচ গেছে তাঁর। আর এই ম্যাচেই ২-০ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত আল ইত্তিহাদের কাছে ৩-২ গোলে হেরে লিগ জয়ের স্বপ্ন বিসর্জন দিয়েছে আল নাসর। ৩৪ ম্যাচের লিগে ৪ ম্যাচ বাকি থাকতে আল নাসরের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেছে শীর্ষ দল আল ইত্তিহাদ। ৩০ ম্যাচে ৭১ পয়েন্ট দলটির। চারে থাকা আল নাসরের সমান ম্যাচে পয়েন্ট ৬০।

এই হারে আগামী মৌসুমে এএফসি চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়াটাও কঠিন হয়ে পড়ল রোনালদোদের। সৌদি ক্লাব আল আহলি এবার এশিয়ান চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হয়েছে। ফলে লিগ থেকে সুযোগ পাবে আরও দুটি দল। সেই লড়াইয়ে আল নাসরের চেয়ে ইত্তিহাদ ১১ পয়েন্টে ও আল হিলাল ৪ পয়েন্টে এগিয়ে আছে।

আরও পড়ুন‘কৃষক লিগ’ বলে কটাক্ষ? সেই কৃষক লিগের দলই তো ফাইনালে৫৪ মিনিট আগে

ঘরের মাঠে রোনালদোরা এগিয়ে গিয়েছিল ৩ মিনিটেই। সেনেগাল তারকা সাদিও মানে নিচু শটে গোলে করে এগিয়ে দেন আল নাসরকে। ৩৭ মিনিটে মানের পাস খেকেই ব্যবধানটা ২-০ করেন আয়মান ইয়াহিয়া।

নাটকীয় জয়ের পর করিম বেনজেমাদের উল্লাস.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফের স্থগিত চলচ্চিত্র পরিচালকদের নির্বাচন!

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া আবারো অনিশ্চয়তার মুখে পড়ল। আদালতের নিষেধাজ্ঞার কারণে শুক্রবার (৯ মে) নির্ধারিত নির্বাচন স্থগিত করা হয়েছে। এর ফলে দেশের চলচ্চিত্রের অন্যতম প্রধান সংগঠনটির নেতৃত্ব নির্বাচন ফের পিছিয়ে গেল। বৃহস্পতিবার (৮ মে) একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। 

গত বছরের শেষের দিকে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে ভোটগ্রহণ সম্ভব হয়নি। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় চলতি বছরের ১০ জানুয়ারি, কিন্তু সেদিনও ভোটগ্রহণ হয়নি। এবার দ্বিতীয় দফায় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হলেও শেষ মুহূর্তে আদালতের নিষেধাজ্ঞায় তা স্থগিত হলো।

চলচ্চিত্র পরিচালকদের এই নির্বাচন ঘিরে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা চলছে। একাধিক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নির্বাচনের অনুমতি নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছে। কেউ বলছেন, বিএফডিসি কেপিআইভুক্ত এলাকা হওয়ায় সেখানে নির্বাচন করা সম্ভব হয়নি। আবার অনেকে মনে করছেন, রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই নির্বাচন বারবার বাধাগ্রস্ত হচ্ছে।

আরো পড়ুন:

জন্মদিনে নেই উৎসব, মায়ের শোকে বিষণ্ন ওমর সানী

সিদ্দিককে মারধর, পোশাক বিতর্ক নিয়ে যা বললেন মিম

নির্বাচন না হওয়ায় পরিচালকমহলে হতাশা দেখা দিয়েছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি শক্তিশালী প্যানেল। মুশফিকুর রহমান গুলজার-সাফিউদ্দিন সাফি প্যানেলে সভাপতি ও মহাসচিব পদে তারা প্রার্থী হয়েছেন। এই প্যানেলে আরো আছেন— আবুল খায়ের বুলবুল (সহসভাপতি), সালাউদ্দিন (উপমহাসচিব), সাইমন তারিক (কোষাধ্যক্ষ), আবদুর রহিম বাবু (সাংগঠনিক), রফিক শিকদার (প্রচার ও প্রকাশনা), এস ডি রুবেল (তথ্যপ্রযুক্তি) এবং মুস্তাফিজুর রহমান মানিক (সাংস্কৃতিক ও ক্রীড়া)।

কার্যকরী সদস্য পদে প্রার্থী হয়েছেন শাহ আলম কিরণ, ইফতেখার জাহান, মোস্তাফিজুর রহমান বাবু, বজলুর রাশেদ চৌধুরী, বদিউল আলম খোকন, গাজী মাহাবুব, আনোয়ার সিরাজী, দেওয়ান নাজমুল, জয়নাল আবেদীন ও আতিকুর রহমান লাভলু।

অন্যদিকে, বর্তমান মহাসচিব শাহীন সুমন এবার সভাপতি পদে লড়ছেন, সঙ্গে রয়েছেন শাহীন কবির টুটুল। তাদের প্যানেলে রয়েছেন মনতাজুর রহমান আকবর (সহসভাপতি), কবিরুল ইসলাম রানা (উপমহাসচিব), সেলিম আজম (কোষাধ্যক্ষ), ওয়াজেদ আলী বাবুল (প্রচার ও প্রকাশনা), বন্ধন বিশ্বাস (তথ্যপ্রযুক্তি) এবং সাইফ চন্দন (সাংস্কৃতিক ও ক্রীড়া)।

নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা চলচ্চিত্র জগতের সৃজনশীল অঙ্গনে নতুন করে প্রশ্ন তুলেছে— এ সংকটের শেষ কোথায়?

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ