ভুটানে জয়ে শুরু সানজিদা, মারিয়াদের
Published: 10th, May 2025 GMT
অবশেষে মাঠে গড়াল ভুটান জাতীয় নারী ফুটবল লিগ। থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে আজ লিগের প্রথম দিনে থিম্পু সিটি ৪-২ গোলে হারিয়েছে থিম্পু সিটি উইমেন্স ফুটবল ক্লাবকে।
জয়ী দলের একটি গোল করেছেন বাংলাদেশের মারিয়া মান্দা। থিম্পু সিটিতে তাঁর সতীর্থ হিসেবে খেলেছেন বাংলাদেশের আরও দুজন খেলোয়াড়—সানজিদা আক্তার ও শামসুন্নাহার সিনিয়র।
থিম্পু থেকে ফোনে প্রথম আলোকে সানজিদা জানিয়েছেন, বাংলাদেশের তিন ফুটবলারই প্রথম থেকে খেলেছেন। তবে ম্যাচ শুরুর মিনিট দশেক পরই থিম্পু সিটির গোলকিপার লাল কার্ড দেখে মাঠে ছাড়েন। বাকি সময় ১০ জন নিয়ে খেলেও থিম্পু জয় নিয়ে ফিরেছে।
লিগে সোমবার মাঠে নামবে মাসুরা পারভীন, রুপণা চাকমা ও কৃষ্ণা রানীর দল ট্রান্সপোর্ট ইউনাইটেড। সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমার দল পারো এফসির প্রথম ম্যাচ ১৫ মে। তাদের প্রতিপক্ষ সামস্তে উইমেন্স ফুটবল ক্লাব।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪৩৩
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার ৪৩৩ জনকে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
খুদে বার্তায় বলা হয়, গত মঙ্গলবার রাত ১২টা থেকে গতকাল বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত চালানো অভিযানে ৯৪৪ জনকে গ্রেপ্তারি পরোয়ানা ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ৪৯৯ জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি বিদেশি রিভলবার ও ছয়টি গুলি উদ্ধার করা হয়।
এর আগে সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত পুলিশ সারা দেশে অভিযান চালিয়ে ১ হাজার ৩০৫ জনকে গ্রেপ্তার করে।