অবশেষে মাঠে গড়াল ভুটান জাতীয় নারী ফুটবল লিগ। থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে আজ লিগের প্রথম দিনে থিম্পু সিটি ৪-২ গোলে হারিয়েছে থিম্পু সিটি উইমেন্স ফুটবল ক্লাবকে।

জয়ী দলের একটি গোল করেছেন বাংলাদেশের মারিয়া মান্দা। থিম্পু সিটিতে তাঁর সতীর্থ হিসেবে খেলেছেন বাংলাদেশের আরও দুজন খেলোয়াড়—সানজিদা আক্তার ও  শামসুন্নাহার সিনিয়র।

থিম্পু থেকে ফোনে প্রথম আলোকে সানজিদা জানিয়েছেন, বাংলাদেশের তিন ফুটবলারই প্রথম থেকে খেলেছেন। তবে ম্যাচ শুরুর মিনিট দশেক পরই থিম্পু সিটির গোলকিপার লাল কার্ড দেখে মাঠে ছাড়েন। বাকি সময় ১০ জন নিয়ে খেলেও থিম্পু জয় নিয়ে ফিরেছে।

লিগে সোমবার মাঠে নামবে মাসুরা পারভীন, রুপণা চাকমা ও কৃষ্ণা রানীর দল ট্রান্সপোর্ট ইউনাইটেড। সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমার দল পারো এফসির প্রথম ম্যাচ ১৫ মে। তাদের প্রতিপক্ষ সামস্তে উইমেন্স ফুটবল ক্লাব।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ টবল প রথম

এছাড়াও পড়ুন:

একঝলক (১৮ সেপ্টেম্বর ২০২৫)

ছবি: মোস্তাফিজুর রহমান

সম্পর্কিত নিবন্ধ