Risingbd:
2025-11-17@13:23:47 GMT

সিনেমার পর্দায় শেখ হাসিনা

Published: 16th, August 2025 GMT

রূপালি পর্দায় তুলে ধরা হচ্ছে বাংলাদেশ ভারতের রাজনৈতিক টানাপোড়েন। সেখানে রয়েছে শেখ হাসিনা, প্রণব মুখোপাধ্যায়ের চরিত্র। না, বাংলাদেশের কোনো সিনেমা নয়, কলকাতায়  দুর্গাপূজার উৎসবে মুক্তি পাচ্ছে তেমনই এক থ্রিলার ‘রক্তবীজ ২’। টিজার প্রকাশের পর থেকেই দর্শকের কৌতূহল তুঙ্গে।

ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’ বাংলা জানিয়েছে, এ সিনেমায় মূলত বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। সীমা বিশ্বাস অভিনয় করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে, ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায়। টিজারের শুরুতেই দুই প্রবীণ অভিনেতার উপস্থিতি দর্শকদের চমকে দিয়েছে।

এদিকে তদন্তকারী অফিসার পঙ্কজ সিংহের ভূমিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায়। তার সঙ্গে আছেন সংযুক্তা মিত্রর চরিত্রে মিমি চক্রবর্তী। এছাড়া কৌশানী মুখোপাধ্যায়, নুসরত জাহান ও রহস্যময় চরিত্রে অঙ্কুশ হাজরাও নজর কেড়েছেন। প্রথম সিনেমায় সংক্ষিপ্তভাবে দেখা গেলেও এবার অঙ্কুশ হাজরার চরিত্রে থাকছে বড়সড় টুইস্ট।

নন্দিতা শিবপ্রসাদের পরিচালনায় ‘রক্তবীজ’ চলচ্চিত্রে তুলে ধরা হয়েছিল খাগড়াগড় বিস্ফোরণের প্রেক্ষাপট। সিক্যুয়েলে দেখা যাবে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফর, শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাৎ, এমনকি নড়াইলের ভদ্রবিলার ঘোষবাড়ির শৈশব স্মৃতি। ভিলেন মুনিরের চরিত্রকে ঘিরে তৈরি হবে রহস্য, আর সেটিই এগিয়ে নেবে পঙ্কজ সিংহের তদন্ত।

বাস্তব রাজনৈতিক আবহ ও রুদ্ধশ্বাস থ্রিলারের সংমিশ্রণে নির্মিত ‘রক্তবীজ ২’ মুক্তি পাচ্ছে আসছে দুর্গাপূজায়, আগামী ২৬ সেপ্টেম্বর ভারতে বড় পর্দায়।
 

ঢাকা/রাহাত//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র চর ত র

এছাড়াও পড়ুন:

শত কোটি টাকার নদী খনন কাজ বন্ধ

নদীর নাব্যতা ফেরাতে চেঙ্গী ও মাইনি নদীর খনন কাজ শুরু করেছিল পানি উন্নয়ন বোর্ড। কিন্তু কিছুদিন কাজ করার পর তা বন্ধ চলে যায় চুক্তি করা টিকাদারী প্রতিষ্ঠান। দ্রুত পুনরায় খনন কাজ শুরু করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জানা গেছে, খাগড়াছড়ি শহর ও তৎসংলগ্ন অবকাঠামো নদী ভাঙন থেকে সংরক্ষণ প্রকল্পের আওয়াতায় ২৫০ কোটি ব্যয়ে নদীর নাব্যতা ফেরাতে চেঙ্গী ও মাইনি নদীর ৫৮ কিলোমিটার খনন কাজ শুরু করেছিল পানি উন্নয়ন বোর্ড। প্রকল্প অনুযায়ি, চেঙ্গী নদীর মহালছড়ি থেকে নানিয়ারচর বুড়িঘাট শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি স্তম্ভ এবং মাইনি নদীর ইয়ারাংছড়ি থেকে লংগদু মুখ পর্যন্ত খনন করার কথা।

আরো পড়ুন:

ঢাকার ৪৪ খাস পুকুর-জলাশয় সংস্কার শুরু

মাদারীপুরে নদীর মাটি চুরি, ভাঙন আতঙ্ক

কিন্ত মাইনি নদীর খনন কাজ চললেও চেঙ্গী নদীর কাজ কিছুদিন করার পর বন্ধ করে চলে যায় ঠিকাদারী প্রতিষ্ঠান। মহালছড়ি থেকে নানিয়ারচর অংশে কাজ নতুন করে শুরু হলেও রাঙ্গামাটি জেলার নানিয়ারচর থেকে বুড়িঘাট শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি স্তম্ভ পর্যন্ত অংশের খনন কাজ ৩-৪ মাস ধরে একেবারে বন্ধ।

এই প্রকল্পের কাজ শুরু হয় ২০২৩ সালের জানুয়ারিতে। ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। নির্দিষ্ট সময়ে কাজ শেষ হওয়া নিয়ে আশঙ্কা তৈরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

নানিয়ারচর পুরাতন বাজার এলাকার বাসিন্দা মো. খোরশেদ আলম, মো. আনসার আলী ও হাসাপতাল এলাকা বাসিন্দা মো. নুরুল হক জানান, নদীর খনন কাজ শেষ হলে তারা উপকৃত হতেন। বিশেষ করে কাপ্তাই হ্রদের পানি যখন কমে যায়, শুকনা মৌসুমে নদী পথে তাদের মালামাল আনা-নেওয়া করতে সুবিধা হত। আর সেই মাটিগুলো দিয়ে যদি নিচু রাস্তাগুলো উচু করা যেত তাহলে তারা উপকৃত হতেন। তাদের দাবি আবার যেন দ্রুত খনন কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড।

এনিয়ে কথা বলতে নানিয়ারচর অংশের টিকাদারী প্রতিষ্ঠান ওয়েল এডব্লিউআর (জেভি) এর ম্যানেজার মো. মাহবুবের ও মহালছড়ি অংশের ঠিকাদারী প্রতিষ্ঠান এআরকেএল-এসএমআইএল (জেবি) এর ম্যানেজার মো. সোয়েবের মোবাইল নাম্বারে কল দেওয়া হলে তারা রিসিভ করেননি।

পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম পরিচালনা ও রক্ষনাবেক্ষন বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী ড. তানজির সাইফ আহমেদ জানান, চেঙ্গী নদীর মহালছড়ি থেকে নানিয়ার এর কাজ মাঝখানে বন্ধ হয়েছিল, ড্রেজার নিয়ে গিয়েছিল কন্ট্রাকটর। তখন কাজ বাতিলের নোটিশ করেছিলেন। তবে মহালছড়ি অংশের ঠিকাদার আবার নতুন করে ড্রেজার নিয়ে এসেছে। এখন থেকে নিয়মিত কাজ চলবে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, নানিয়াচরে ঠিকাদার নিজস্ব ব্যবস্থাপনার কারণে কাজ করতে পারেনি। ফলে উপরের নির্দেশে কাজ বাতিলের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেখানে নতুন করে ঠিকাদার নিয়োগ করতে হবে। আর মাইনী নদীর খনন কাজ চলমান আছে, আগামী জুন মাসে শেষ হবে।

সম্পর্কিত নিবন্ধ