চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ ও ‘শেখ রাসেল’ ছাত্র হলের নাম পরিবর্তন করা হয়েছে। বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে কবি কাজী নজরুল ইসলাম হল ও শেখ রাসেল হলের নাম পরিবর্তন করে জুলাইয়ের শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা হয়েছে।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৩ এপ্রিল অনুষ্ঠিত চুয়েটের ১৩৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী হল দুটির নাম পরিবর্তন করে নতুন নাম চূড়ান্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা হল দুটির নাম পরিবর্তনসহ ২৩ দফা দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপস্থাপন করেন। এরই ধারাবাহিকতায় প্রশাসন হল দুটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, এর আগে গত ২২ অক্টোবর চুয়েটে স্থাপিত শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের নাম পরিবর্তন করা হয়। নতুন নাম দেওয়া হয় আইটি বিজনেস ইনকিউবেটর চুয়েট।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ