লক্ষ্মীপুরে একটি মাদ্রাসার শৌচাগার থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় সাত বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে শারীরিক নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ করে তার পরিবার থানায় মামলা করেছে। এ ঘটনায় মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের আল মঈন ইসলামি একাডেমি নামের মাদ্রাসা থেকে লাশটি উদ্ধার হয়। এরপর দিবাগত রাত একটার দিকে নিহত শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। নিহত শিশুর নাম সানিম হোসেন। সে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরবংশীর কুছিয়া এলাকার হুমায়ুন মাতাব্বরের ছেলে। আটক শিক্ষকের নাম মাহমুদুর রহমান।

মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি শিশুটি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবে শিশুটির পরিবার ও শিক্ষার্থীরা জানিয়েছে, পড়া মুখস্থ করতে না পারায় শিশুটিকে মারধর করে এক শিক্ষক হত্যা করেছেন।

পুলিশ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৩ সালে আল মঈন ইসলামি একাডেমি মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি হয় সানিম। এরপর সে মাদ্রাসায় থেকে লেখাপড়া করে আসছিল। গতকাল পড়া মুখস্থ করতে না পারায় শিক্ষক মাহমুদুর রহমান সানিমকে বেধড়ক মারধর করেন। বিকেলে মাদ্রাসা কর্তৃপক্ষ সানিমের মায়ের কাছে ফোন দিয়ে জানায়, তাঁর ছেলে সানিম গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
নিহত শিক্ষার্থী সানিমের বাবা হুমায়ুন মাতাব্বর বলেন, সাত বছরের শিশু কোনো দিন আত্মহত্যা করতে পারে না। মাদ্রাসার শিক্ষক মাহমুদুর রহমানসহ অন্য শিক্ষকেরা প্রায়ই সানিমকে মারধর করত। পড়া মুখস্থ করতে না পারায় সানিমকে বেধড়ক মারধর করা হয়েছে। পিটিয়ে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

জানতে চাইলে মাদ্রাসার অধ্যক্ষ বসির আহমেদ মারধরের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন,‌ সানিম নিজে মাদ্রাসার টয়লেটে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পিটিয়ে হত্যার অভিযোগ সঠিক নয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

আবদুল মোন্নাফ বলেন, নিহত শিক্ষার্থীর পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে এটি হত্যাকাণ্ড বলে মনে হয়েছে। এ ঘটনায় এক শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে। ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মাদ্রাসার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: লক ষ ম প র ন হত শ

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ