সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে মহানগর জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎ
Published: 14th, May 2025 GMT
আওয়ামীলীগের সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যানজট নিরসন কর্মী ও কর্মকর্তাদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সব সময় পাশে থাকার আহবান জানান নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত।
১৪মে বুধবার সকালে নগর ভবনের ৫ম তলায় প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাকির হোসাইনের সাথে সাক্ষাৎ কালে এসব কথা বলেন নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। তিনি আরো বলেন বিগত আমলে যারা আইভীকে দিয়ে সুবিদা ভোগ করেছে তারাই অটো চালক সেজে সন্ত্রাসী রুপে ফিরে এসেছে।
তাই সুবিধা ভোগীদের সাবধান করে বলেন অপরিকল্পিত উন্নয়নের নামে বহু লুটপাট করে সব নিঃশেষ করেছেন আর নয়। এবার জনগনের সম্পদ লুটপাট করতে আসলে ছাত্র জনতা রুখে দিবে, ইনশাআল্লাহ। আর যারাই বিশৃঙ্খলা বিঘ্নিত করার সৃষ্টির চেষ্টা করবে তাদেরকেই প্রতিহত করা হবে।
এসময় সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগর ছাত্রশিবির সভাপতি হাফেজ মো ইসমাইল, সেক্রেটারি অমিত হাসান সহ বিভিন্ন থানা জামায়াতের আমীর ও সেক্রেটারি সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা।
সাক্ষাতে মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, যেসকল সন্ত্রাসীরা হামলা চালিয়েছে তাদের প্রত্যেককেই দ্রুত গ্রেফতার করে শাস্তি প্রদান করতে হবে।
সকলের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি আরো কিছু জনবান্ধন পূর্ন কাজের পরামর্শ প্রদান করেন যেমন- ওয়াসার পানি
সাপ্লাই ও খাওয়ার উপযোগী বাড়ানো এবং মশক নিধন, পুরো দমে বৃষ্টি বাদল আসার আগেই জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে হবে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
১৮নং ওয়ার্ড বিএনপি'র প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত সদর থানা বিএনপির আওতাধীন ১৮নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
সোমবার (৩০ জুন) বিকেল নারায়ণগঞ্জ সদর থানাধীন শহীদ নগর অডিটরিয়ামে ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহানগর ১৮ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি শাহজালাল সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারারী মহানগর বিএনপির সদস্য সচিব এড. আর ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন চঞ্চল, ১৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. নূরুল কাদির সোহাগ, সহ-সভাপতি শাহাদাত হোসেন শাহিন, সহ-সভাপতি আলতাফ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন জাকির, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, সদর থানা শ্রমিকদলের আহ্বায়ক মুকি ইসলাম, সদস্য সচিব নাসির সরদার, ছাত্রদল নেতা আনোয়ারুল ইসলাম নাঈম, ১৮নং ওয়ার্ড মহিলাদল নেত্রী বন্যা আক্তার, সুমি আক্তার, সালমা আক্তার প্রমুখ।