প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি নবম গ্রেডে স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৮ মে আবেদন শুরু হবে।

আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। নিয়োগসংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান/আদেশ/নিয়মাবলি এবং কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত মেনেই নিয়োগ দেওয়া হবে। সব পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কোনো ভাতা প্রদান করা হবে না।

পদের নাম: অ্যাকাউন্টস অফিসার

পদের সংখ্যা: ১টি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

আবেদনের শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে ১ম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।

পদের নাম: স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট অফিসার

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা: এ বছরের ১৮ মে তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা এবং সব অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেত্রে টেলিটকের সার্ভিস চার্জসহ ৫৬ টাকা জমা দেবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক

আবেদনের শেষ সময়: ১৫ জুন ২০২৫

আরও পড়ুনরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চুক্তিভিত্তিক নিয়োগ, মূল বেতন ১২৬০০০ থেকে ২১০০০০ টাকা৬ ঘণ্টা আগেআরও পড়ুনবিনা মূল্যে আইটি প্রশিক্ষণে করুন আবেদন, ২ লাখ টাকার কোর্স শেষে কর্মসংস্থানের সুযোগ১৪ মে ২০২৫.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ