নারায়ণগঞ্জের রূপগঞ্জকে সংস্কার করতে এক ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো হাসাননগর এলাকায় এ সম্মেলনের আয়োজন করা হয়। এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত ইমাম সম্মেলনের আয়োজক ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতিন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাউছিয়া গ্রুপের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১ম যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। সভায় বক্তব্য রাখেন ভুলতা স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ, গাউছিয়া মার্কেট জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মামুম, মাওলানা সাইফুল ইসলামসহ আরো অনেকে। 


এ সময় প্রধান অতিথি দিপু ভুঁইয়া বলেন, বিগত ১৭ বছর রূপগঞ্জের ন্যায় সারা বাংলাদেশের কোথাও ইসলামী জলসায় মাওলানা, মুফতিরা ইসলামের কথা বলতে পারেনি। তাদের কণ্ঠ রোধ করে রেখেছিল ফ্যাসিস্ট সরকারের নেতারা। কোরআন, হাদিস সাথে পেলেই তাদেরকে জঙ্গি বলে অত্যাচার, নির্যাতন করে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করতো। বাংলার মাটিতে এমন ন্যাক্কারজনক ঘটনা যেনো আর না ঘটে সেই আশা ব্যক্ত করে আরো বলেন, বাংলাদেশে ইসলাম ধর্মের মানুষের সংখ্যা ৯০ ভাগ। এদেশের মানুষ সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে চললেও ইসলামকে অপমান করা হলে সহ্য করা হবে না। অন্যায়ভাবে কোনো মসজিদ থেকে কোরআনের পাখি ইমামদের জোরপূর্বক বের করা দেয়াও চলবে না। প্রয়োজনে বিএনপির লোকজন ওইসব নির্যাতিত ইমাম-মুয়াজ্জিনদের পাশে দাঁড়াবে। পরে গোলাকান্দাইল ইউনিয়নবাসীর পক্ষ থেকে ইমামদের মধ্যাহ্নভোজ শেষে হাদিয়া প্রদান করা হয়। 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ ইসল ম

এছাড়াও পড়ুন:

ছুরিকাঘাতে প্রাণ হারালেন তরুণ, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহাদাত (২৪) নামে এক তরুণ নিহত হয়েছেন। গত বুধবার রাতে নগরীর সিটি পার্ক গেটের সামনে এ ঘটনা ঘটে। তিনি নতুন জিমখানা এলাকার গিয়াসউদ্দিন মিয়ার ছেলে এবং স্থানীয় স্বপনের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কয়েকজন যুবকের সঙ্গে শাহাদাতের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাঁকে তিন-চারজন ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তরুণের বড় বোন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। পুলিশ জানিয়েছে, নিহত শাহাদাতের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতিসহ আটটি মামলা রয়েছে। তিনি চিহ্নিত মাদক কারবারি। লাশ ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাসির আহমেদ বলেন, পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, লোহা চুরি করে বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। এর সঙ্গে জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সম্পর্কিত নিবন্ধ

  • বন্দর থানার মাদক মামলায় যুবকের কারাদণ্ড
  • আইভী আরও দুই মামলায় গ্রেপ্তার 
  • নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার দেখানো হলো আরও দুই মামলায়
  • ৯ মাস পর মামলা, আসামিরা ওসমান পরিবারের ঘনিষ্ঠ
  • নারায়ণগঞ্জ ক্লাব ইস্যু : ১৯৬ আসামির বিরুদ্ধে বাদীর যা অভিযোগ
  • নারায়ণগঞ্জ ক্লাব ইস্যু : ১৯ আসামির বিরুদ্ধে বিরুদ্ধে বাদীর যা অভিযোগ
  • নারায়ণগঞ্জ ক্লাব ইস্যু : ১৯ আসামির বিরুদ্ধে বিরুদ্ধে বাদীর যা অভি
  • যুব সমাজই একটি জাতির ভবিষ্যৎ : সজল 
  • ছুরিকাঘাতে প্রাণ হারালেন তরুণ, গ্রেপ্তার ২